shono
Advertisement

রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও

রিপোর্ট তলব প্রধানমন্ত্রীর। The post রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 AM Oct 09, 2018Updated: 11:35 AM Oct 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের পর এবার মারণ জিকা ভাইরাসের হানা ভারতে৷ ইতিমধ্যেই জয়পুরে আক্রান্ত ২২ জন৷ সাক্ষাৎ মৃত্যুদূত এই ভাইরাসের হামলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থান ও রাজধানী দিল্লিতেও৷ গোটা বিষয়ে রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজস্থানের জয়পুর শহরে ২২ জনের রক্তে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস৷ আক্রান্তদের মধ্যে একজন বিহারের সিওয়ান জেলার বাসিন্দা৷ ইতিমধ্যেই মরুরাজ্যের ৩৮টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ পড়াশোনার জন্য বেশ কিছুদিন ধরে জয়পুরেই ছিলেন আক্রান্ত সিওয়ানের ওই পড়ুয়া৷ কয়েকদিন আগেই বাহারের বাড়ি থেকে শহরে ফিরেছেন তিনি৷ ফলে আপাতত তাঁর পরিবারের লোকজনদের উপরও নজর রাখছে প্রশাসন৷ সংক্রমিত ব্যক্তির থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷ বিপজ্জনক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে রাজস্থান সরকারকে সাহায্য করবে সাত সদস্যের একটি বিশেষ কেন্দ্রীয় দল৷ জিকার মোকাবিলায় ইতিমধ্যেই ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এ একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে৷

জানা গিয়েছে, প্রভাবিত এলাকাগুলি থেকে মশা ও রক্তের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা৷ পাশাপাশি জিকা টেস্ট কিট বিতরণ করা হচ্ছে৷ এই উপকরণের মাধ্যমে জিকার সংক্রমণ বোঝা যাবে৷ মশাবাহিত এই ভাইরাসটি সন্তানসম্ভবা মহিলাদের জন্য প্রবল আতঙ্কের কারণ৷ এর আক্রমণে প্রাণ যেতে পারে গর্ভস্থ সন্তানের৷ তাই প্রভাবিত এলাকাগুলিতে গর্ভবতী মহিলাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ৮২টি দেশে হানা দিয়েছে মারণ জিকা৷ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই৷ ২০১৬ সালে ব্রাজিলে মহামারী রূপে দেখা দেয় এই মারণ রোগ৷ যদিও ১৯৪৭ সালে প্রথম এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন গবেষকরা, তবু এই ভাইরাস যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই সম্পর্কে বিশেষ ভাবে অবগত ছিলেন না তাঁরা৷ ডেঙ্গুর সঙ্গে জিকার অনেকটাই মিল আছে৷ এই ভাইরাসের হামলায় প্রবল জ্বর আসে আক্রান্তের৷ সঙ্গে মাথা ও শরীরের মাংসপেশীতে প্রবল যন্ত্রণা হয়৷ ত্বকে দাগ দেখা যায়৷ চিকিৎসকদের আবেদন, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তবে জ্বর এলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন৷                                                                

The post রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার