shono
Advertisement

ভারতে ঢুকেছে ২২ লস্কর জঙ্গি, চার শহরে জঙ্গি হামলার সতর্কতা জারি

ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা৷ The post ভারতে ঢুকেছে ২২ লস্কর জঙ্গি, চার শহরে জঙ্গি হামলার সতর্কতা জারি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 PM May 25, 2017Updated: 07:03 AM May 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ হওয়ার পর ক্ষোভে-রাগে ফুঁসছে পাকিস্তান৷ অপমানের বদলা নিতে এবার তৈরি হচ্ছে ইসলামাবাদ৷ কেন্দ্রীয় গোয়েন্দারা লস্কর জঙ্গিদের বেশ কয়েকটি কল ট্র্যাক করে জানতে পেরেছেন, ভারতে ২৬/১১-র ধাঁচে হামলা চালাতে তৈরি হচ্ছে লস্কর-ই-তৈবা৷ মুম্বই, রাজস্থান, পাঞ্জাব-সহ দেশের চারটি গুরুত্বপূর্ণ শহরে লস্করের ফিদায়েঁ জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে৷

Advertisement

[সাহারানপুরে লাগু কারফিউ, স্তব্ধ মোবাইল ইন্টারনেট]

কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে একটি রিপোর্ট পেশ করেছে অতি সম্প্রতি৷ ওই রিপোর্টে বলা হয়েছে, ২০-২২ জন লস্কর জঙ্গিদের একটি দল ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়েছে৷ দেশের অন্তত চারটি বড় শহরে হামলার ছক কষেছে জঙ্গিরা৷ স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট পেয়েই দেশ জুড়ে সমস্ত পুলিশ কর্তা, ক্রাইম ব্রাঞ্চ, সাইবার সেল ও জঙ্গি দমন শাখার আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড) রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে৷

[ভারতে হামলার ‘নকল’ ভিডিও প্রকাশ পাকিস্তানের]

গত ১৩ মে মুম্বইয়ে অন্তত ২৬ জন পাক নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে বলে সতর্ক করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ ওই নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন আইএসআই চর রয়েছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা৷ মুম্বইয়ের সব হোটেলকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনও ব্যক্তিকে যেন থাকতে না দেওয়া হয়৷ খবর রয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্যরা গত বেশ কয়েক মাস ধরে মুম্বই-সহ দেশের অন্যান্য শহরে হামলার ‘রেইকি’ চালাচ্ছে৷ মুজাহিদিনের প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকল ও তার দাদা ইকবাল পাক গুপ্তচর সংস্থার আশ্রয়ে করাচিতে নিরাপদে বসে ভারতে মুম্বই হামলার পুনরাবৃত্তি চায় বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা৷

[‘ভারতকে এমন শিক্ষা দেব যে আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে’]

 

The post ভারতে ঢুকেছে ২২ লস্কর জঙ্গি, চার শহরে জঙ্গি হামলার সতর্কতা জারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement