shono
Advertisement

২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা

এবার দেখার কর্নাটক সরকার গোটা ঘটনায় কী পদক্ষেপ নেয়৷ The post ২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Feb 07, 2017Updated: 02:35 PM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালের আগস্টের ঘটনা৷ বিনা কারণে ২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল চারটি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে৷ একদল দালাল এবং চিকিৎসকের লালসার শিকার হতে হয়েছিল লম্বানি এবং দলিত মহিলাদের৷ সেই ঘটনার তদন্তে নেমেছিল স্বাস্থ্য দপ্তর৷ রিপোর্ট দেখে ওই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারটি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও হাসপাতাল বন্ধ হয়নি৷ ঘটনার দু’বছর পরও বহাল তবিয়তে চলেছে হাসপাতালগুলির কাজকর্ম৷ চিকিৎসকরাও দিব্যি রয়েছেন আগের হালেই৷ আর এতেই বিক্ষোভে ফেটে পড়েছেন চক্রান্তের শিকার ওই দলিত মহিলারা৷

Advertisement

(‘সাইকো’ উদয়নকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত)

সোমবার এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত মহিলা এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে নিয়ে কালাবুরাগি ডেপুটি কমিশনারের দপ্তরের সামনে প্রতিবাদে শামিল হন হাজার হাজার মানুষ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে অলটারনেটিভ ল ফোরামের সদস্য বিনয় শ্রীনিবাস বলেন, “কম সময়ে বিপুল অর্থ অর্জনের লোভে দলিত ও লম্বানি মহিলাদের টার্গেট করে হাসপাতালগুলি৷ মানবাধিকার লঙ্ঘন করছে এরা৷” এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, কর্নাটকের মেডিক্যাল কাউন্সিল আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ হওয়া উচিত৷ এই হাসপাতাল এবং চিকিৎসকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা৷

(দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা)

সামান্য পেট ব্যথা বা সাদা স্রাবজনিত সমস্যায় নিয়ে কোনও মহিলা হাসপাতালে গেলেই চিকিৎসকরা তাঁদের বোঝাতেন, ক্যান্সারের মতো কঠিন রোগে ভুগছেন তাঁরা৷ এবং তারপরই অস্ত্রোপচার করে তাঁদের জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়া হত৷ বেশির ভাগ মহিলাদেরই বয়স ৪০-এর মধ্যে হত৷ এবার দেখার কর্নাটক সরকার গোটা ঘটনায় কী পদক্ষেপ নেয়৷

(সঙ্গিনীর অর্গ্যাজম কোন উপায়ে, শিখিয়ে দেবে এই ভিডিও)

The post ২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement