shono
Advertisement

রাজ্যে ফের কোভিডের ‘বিদেশি’স্ট্রেনের আতঙ্ক, স্বস্তি দিয়ে আজও মৃত্যুশূন্য কলকাতা

বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯ জন।
Posted: 08:01 PM Mar 06, 2021Updated: 08:11 PM Mar 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাদ্যি বেজেছে। চলছে লাগাতার মিটিং-মিছিল-জনসভা। উপরন্তু কোভিডবিধি মানতে বড্ড অনীহা আমজনতার। ফলস্বরূপ ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিডগ্রাফ। তবে শুক্রবারের পর শনিবারও মৃত্যুশূন্য কলকাতা। তবে উদ্বেগ বাড়িয়েছে কোভিডের (COVID-19) বিদেশি স্ট্রেন।

Advertisement

এদিন এ রাজ্যের তিনজনের শরীরে ব্রিটেন স্ট্রেন এবং একজনের শরীরে আফ্রিকান স্ট্রেন মিলেছে । স্বাস্থ্যদপ্তরের শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। ফলে এদিন এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৬ হাজার ৪৩৫ জন। তাঁদের মধ্যে অবশ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

[আরও পড়ুন : মোদির ব্রিগেডের আগেই প্রথম দু’দফার প্রার্থী ঘোষণা বিজেপির, দেখে নিন তালিকা]

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে কোভিড আক্রান্ত ৮৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন।  কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোনও কোভিডের আক্রান্তের হদিশ মেলেনি। 

তবে স্বাস্থ্যদপ্তরকে স্বস্তি দিচ্ছে এ রাজ্যের সুস্থতার হার। একদিনে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। ফলে শনিবার এ রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬২ হাজার ৯৪৫ জন। অর্থাৎ রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ। 

স্বস্তি দিয়েছে কলকাতার মৃত্যু হার। শুক্রবারের পর শনিবারও মৃত্যুহীন তিলোত্তমা। তবে রাজ্যে ২ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা হাওড়া ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন বাংলায় কোভিডে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৭৭ জন। 

[আরও পড়ুন : নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতা, বিজেপির প্রথম দু’দফার প্রার্থী তালিকায় একাধিক চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement