shono
Advertisement

চিরনিদ্রায় ২৬/১১-র নায়ক ‘টাইগার’

 প্রিয় বন্ধু ও সহকর্মী সুলতানের মৃত্যুর পর থেকেই একাকীত্বে ভুগছিল টাইগার৷ The post চিরনিদ্রায় ২৬/১১-র নায়ক ‘টাইগার’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Jul 23, 2016Updated: 03:47 PM Jul 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেও টাইগার, কাজেও! ২৬/১১-র মুম্বই হামলার সময় জঙ্গিদের লুকিয়ে রাখা বোমা উদ্ধার করতে সাহায্য করেছিল এই পুলিশ কুকুর৷ গতবছর  চাকরি থেকে অবসর নেয় টাইগার৷ তার নতুন ঠিকানা হয় মহারাষ্ট্রের ভিরার শহরের ফিজ্জাহ ফার্ম৷ শনিবার ফুসফুসে সংক্রমণে আক্রান্ত হয়ে নায়কের মতো বিদায় নিল টাইগার৷ তাকে নিয়ে গত চার মাসে তিন পুলিশ কুকুরের মৃত্যু হল৷

Advertisement

কালো ল্যাব্রাডর টাইগারের বয়স ১২ বছর৷ গত বছরের মে মাসে পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই ফুসফুসের সংক্রমণে ভুগছিল সে৷ গত শুক্রবার রাতে শ্বাসকষ্ট চরমে ওঠে৷ শনিবার টাইগার মারা যায়, জানিয়েছেন পশুপ্রেমী ফিজ্জাহ শাহ৷ তাঁর ফার্মই ২৬/১১-র নায়ক এই কুকুরের শেষ আস্তানা ছিল৷ গত ১৮ জুন টাইগারের ছোটবেলার বন্ধু ও সহকর্মী সুলতান মারা গিয়েছিল৷ প্রিয় বন্ধুর চলে যাওয়ার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিল টাইগার৷ সুলতান ও টাইগার দুজনেই বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্য ছিল৷ তাদের ‘গ্যাং’-এর আরেক সদস্য ম্যাক্স গত ৮ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ ২৬/১১ জঙ্গি হামলায় পুলিশকে সাহায্যকারী স্নিফার ডগ সিজারই এখন ওই সাহসী কুকুরবাহিনীর একমাত্র জীবিত সদস্য৷

The post চিরনিদ্রায় ২৬/১১-র নায়ক ‘টাইগার’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement