সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষায় জালিয়াতি৷ রাজধানী দিল্লি, তেলেঙ্গানার পরই জাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিক্রির ক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে এল বাংলা৷ আজ, বুধবার লোকসভায় রীতিমতো তথ্য পেশ করে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রের৷
[‘বাংলায় কি গৃহযুদ্ধ হচ্ছে না?’, মমতাকে পালটা প্রশ্ন রূপার]
কেন্দ্রের রিপোর্ট বলছে, এই মুহূর্তে গোটা দেশে ২৭৭টি ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিদ্যার জাল প্রতিষ্ঠান রয়েছে৷ মোটা টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিক্রির করাটাই এই সংস্থাগুলির মূল কাজ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিং৷
[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]
এদিন মন্ত্রী জানান, দেশে ২৭৭ জাল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি৷ রাজধানীর বুকে ৬৬টি শিক্ষা-প্রতিষ্ঠান রমরমিয়ে জাল ডিগ্রি বিক্রির কারবার চালিয়ে যাচ্ছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা৷ কমপক্ষে ৩৫টি জাল ডিক্রি কলেজ চলছে তেলেঙ্গানায়৷ তৃতীয় স্থানে রয়েছে বাংলা৷ বঙ্গ প্রশাসনের নজর এড়িয়ে ২৭টি জাল ডিগ্রি কলেজ রমরমিয়ে কারবার চালিয়ে যাচ্ছে৷ এর পরেই রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ৷ সেখানেও ২২টি জাল ডিগ্রি কলেজ চলছে৷ বুধবার প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকে-এর এক সাংসদের প্রশ্নের জন্য এমনই তথ্য পেশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিং৷
[এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের]
তবে, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেই থেমে থাকেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে আর্জি জানান তিনি৷ বলেন, ‘‘আমরা প্রতিটি রাজ্য সরকারের কাছে এই তালিকা তুলে দেব৷ সংশ্লিষ্ট প্রশাসন যাতে ওই সংস্থাগুলি বন্ধ করার ব্যবস্থা করে, সে বিষয়ে আর্জি জানাব৷’’ এর আগেও বাংলাজুড়ে জাল শংসাপত্র তৈরির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ঘটনার গুরুত্ব বুঝে ঘটনার তদন্তে নেমে পুলিশ৷ জাল সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে অভিযান শুরু না হতেই জাল ডিগ্রি বিক্রির চক্র প্রকাশ্যে এল৷
[গরু পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বজরং দলের সদস্য]
The post দেশজুড়ে গজিয়েছে ২৭৭টি জাল ইঞ্জিনিয়ারিং কলেজ, শীর্ষে রাজধানী appeared first on Sangbad Pratidin.