shono
Advertisement

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৭৭ জন

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৬৮ শতাংশ।
Posted: 08:38 PM Mar 12, 2021Updated: 08:38 PM Mar 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী কোভিড (COVID) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণের হার। অত্যন্ত সামান্য হলেও কমেছে সুস্থতার হার। যা স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে। 

Advertisement

করোনা থাবা বসানোয় গত মার্চে জারি হয়েছিল লকডাউন। সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি জীবন কাটাতে হয়েছিল দেশবাসীকে। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে আনলক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিকছন্দে ফিরতে শুরু করে জনজীবন। নিম্নমুখী হতে থাকে রাজ্যের করোনা গ্রাফ। ফলে কিছুটা হলেও স্বস্তিতে ছিল রাজ্যবাসী। কিন্তু ফের আতঙ্ক ছড়াচ্ছে মারণ ভাইরাস। ফের বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। তাঁদের মধ্যে ৮৩ জন কলকাতার। ফলে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৭১ জন।  ফের তৃতীয় স্থানে হাওড়া। নতুন করে সেখানকার ২৬ জনের শরীর থাবা বসিয়েছে ভাইরাস। এছাড়াও প্রায় সবজেলা থেকেই আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৭৭, ৭৮৮। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে কলকাতার একজনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০, ২৮৭ জন। 

[আরও পড়ুন: বিরুলিয়ায় আহত মুখ্যমন্ত্রীর জন্য বরফ দিয়েছিলেন, শুক্রবারই সুখবর পেলেন সেই দোকানদার]

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার ২৫৩ জন। বৃহস্পতিবার করোনাজয়ীর সংখ্যা ছিল ২৫৮। অর্থাৎ এদিন সামান্য হলেও কমেছে সুস্থতার সংখ্যা। একদিনে সুস্থতার হার ৯৭. ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯, ৩৭৬ জনের। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৭, ৮৭, ৯৬১ জনের। 

[আরও পড়ুন: উলটপুরাণ! মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement