সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে শহরের করোনা পরিস্থিতি ভয়াবহ বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন আগ্রার মেয়র। আগ্রা শহরকে বাঁচানোর আর্তি জানিয়ে যোগী আদিত্যনাথকে সেই চিঠি ভাইরাল করে দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার আরও একবার গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা হয়েছে আগ্রা শহরে। রাজ্যের ডেথ অডিট রিপোর্টে উঠে এসেছে আগ্রার এসএন মেডিক্যাল কলেজের ভয়াবহ চিত্র। ভরতি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২৮ জন করোনা আক্রান্ত রোগীর। যা নিয়ে তোলপাড় উত্তরপ্রদেশ। এই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
ডেথ অডিট কমিটির শীর্ষ কর্তা বিদ্যুৎদপ্তরের সচিব এম দেবরাজ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। গত ২০ জুন ওই সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ভরতি হওয়া ২৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আগ্রার পরিস্থিতি খারাপ হওয়ার পর দেবরাজকে জেলার নোজাল অফিসার পদে বসান যোগী আদিত্যনাথ। তিনি হাসপাতাল থেকে এত মৃত্যুর রিপোর্ট পেতেই তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, অডিট কমিটি ২৮ জন মৃত রোগীদের শারীরিক পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পেয়েছে কিনা তা খোঁজখবর করছে কমিটি। মৃতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সরকারি হোমে করোনার থাবা! একদিনে আক্রান্ত ৫৭ জন মহিলা]
স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, অধিকাংশ রোগী কো-মরবিডিটির জন্য মারা গিয়েছেন। অনেকেরই শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির অসুখের মতো সমস্যা ছিল। হাসপাতালের মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, অনেকেই খুব দেরিতে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেছেন। গোটা বিষয়টির তদন্ত করছে ডেথ অডিট কমিটি।
The post ভরতি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু ২৮ জন করোনা রোগীর, ভয়াবহ ছবি আগ্রার হাসপাতালে appeared first on Sangbad Pratidin.