shono
Advertisement

Coronavirus Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৮, ফের সংক্রমণের শীর্ষে কলকাতা

'সতর্ক থাকুন, নিয়ম মানুন', বলছেন চিকিৎসকরা।
Posted: 08:16 PM Jun 18, 2022Updated: 08:27 PM Jun 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা (COVID-19)। তিনশোর দোরগোড়ায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। তবে শনিবারও করোনা কারোর প্রাণ কাড়েনি। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনায় (Coronavirus) আক্রান্ত ২৮৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২৯৫ জন। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষ কলকাতা।  তিলোত্তমায় মোট ১০৮ জন করোনা সংক্রমিত। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৬৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২৫। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫। তবে এদিনও ধারা বজায় রেখে ভাইরাসের হানা প্রাণ কাড়তে পারেনি কারও। এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ২০৭ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

[আরও পড়ুন: ‘এক ডাকে অভিষেক’, মানুষের অভাব-অভিযোগ জানতে নয়া পরিষেবা সাংসদের]

এদিকে এদিন রাজ্যে দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২.৪২ শতাংশ। আগের দিনের চেয়ে সামান্য কমেছে সংক্রমণের হার। তবে শুক্রবারের তুলনায় বেড়েছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ হাজার ৯১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী বাংলার অ্যাকটিভ করোনা কেসও। শনিবার এই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৬২৫। যা শুক্রবার ছিল ১৪০৬। সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ যখন সকলের উদ্বেগ বাড়াচ্ছে, তখন ভরসা জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৯ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য বেশি। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৭২৩। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।

[আরও পড়ুন: ছোবল মেরে পায়েই আটকে ছিল কেউটে, শিশুকে নতুন জীবন ফিরিয়ে দিল জঙ্গিপুর হাসপাতাল]

করোনা সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনেশন (Vaccination) বা টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন রাজ্যজুড়ে মোট ৭৯ হাজার ৯৯২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩২ লক্ষ ৮০ হাজার ৪০৭। রাজ্যের চিকিৎসকদের পরামর্শ, সতর্ক থাকুন। সংক্রমণ এড়াতে কোভিড নিয়ম মেনে চলুন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার