shono
Advertisement

Breaking News

অটিজম আক্রান্ত তরুণকে হেনস্তা! পুলিশের জালে চেতলার ৩ নাবালক

অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে নিগৃহীতার পরিবার।
Posted: 05:46 PM Jul 17, 2023Updated: 06:00 PM Jul 17, 2023

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: অটিজম আক্রান্ত তরুণকে মারধর। পুলিশের জালে ৩ নাবালক। চেতলা থানার বাসিন্দা ওই তিন নাবালক বর্তমানে থানায় রয়েছে বলেই খবর।

Advertisement

ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ রবিবার রাতে। ওই দিন চেতলার বাসিন্দা এক তরুণ সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। এরপর মায়ের সঙ্গে টালিগঞ্জ থানায় যান তিনি। অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: কমছে স্নাতকে ভরতির আবেদনের সংখ্যা, আসন পূরণে চিন্তায় কলেজ কর্তৃপক্ষ]

অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তারপরই আটক করা হল অভিযুক্ত তিন নাবালককে। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই চেতলা এলাকার বাসিন্দা। উচ্চমাধ্যমিক পাশ করেছে সদ্যই। উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হেনস্তার শিকার হন ওই তরুণ। বারবার নিগ্রহের জেরে মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়েছেন তিনি।

[আরও পড়ুন: লটারি ব্যবসায় ঝামেলা, প্রতিশোধ নিতে খুন! লেকটাউন হত্যাকাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement