সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। জুনের মাঝামাঝি সময় থেকে এখনও পর্যন্ত সেদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় শনিবার পশ্চিম নেপালে ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু।
সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদস্যের এক পরিবার নেপালের গুলমি জেলায় ধসের কবলে পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই তথ্য। পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু। এদিকে পাশের সিয়াংজা জেলাতেও ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর তিন বছরের শিশুকন্যার। পাশাপাশি বাগলুং জেলাতেও আর একটি ধসের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার নিউ মার্কেটে, পুলিশ-হকার সংঘর্ষে রাস্তা অবরোধ, বন্ধ বাজার]
এমাসের মাঝামাঝি সময় থেকে ভারী বর্ষণ হচ্ছে নেপালে (Nepal)। যার জেরে পার্বত্য এলাকায় ধস নামছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের জেরে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার্বত্য এলাকাগুলোর। ঝুঁকি রয়েছে সেখানকার বাসিন্দাদের। প্রতিবছরই এই সময় এরকম ভয়াবহ চিত্র দেখা যায় সেদেশে। বলে রাখা ভালো, নেপালে প্রত্যেক বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল থাকে। এই সময় বন্যা, ভূমিধসের মতো ঘটনায় মৃত্যু হয় শয়ে শয়ে মানুষের।