সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগে ড্রোন হামলা। এবার বোমা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে আছড়ে পড়ল বোমা। তবে তা গিয়ে পড়ে বাড়ির বাগানে। যদিও নেতানিয়াহু বা তাঁর পরিবারের কোনও সদস্য বাড়িতে নেই।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ এই হামলার তীব্র নিন্দা করেছেন। রবিবার এক্স হ্য়ান্ডলে তিনি লেখেন, 'সব সীমা অতিক্রান্ত।' সেই সঙ্গেই তিনি লেখেন, 'নিজের বাড়িতেই এভাবে বার বার হামলার শিকার হওয়া ইজরায়েলের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। ইরান ও তার ছায়াসঙ্গীরা চেষ্টা করছে ওঁকে হত্যা করার।'
গত অক্টোবরের সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সিজারিয়া এলাকায়। সেখানেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন। জানা যায়, তাঁর বাড়ির খুব কাছেই ঘটেছে বিস্ফোরণ। তবে সেই সময়ও নেতানিয়াহু বাড়িতে ছিলেন না। উল্লেখ্য, নেতানিয়াহুর বাড়ির আশপাশের এলাকায় নিয়মিত হামলা চালানোর অভিযোগ রয়েছে হেজবোল্লার বিরুদ্ধে। এবার আছড়ে পড়ল ফ্ল্যাশ বম্ব।
প্রসঙ্গত, গাজা নাস্তানাবুদ, লেবাননে গ্যাজেট হামলা, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাকে নিকেশ করেছে ইজরায়েল। এর পরেও দমতে রাজি নয় হেজবোল্লা। কয়েকদিন আগেই ইজরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি। মোট ৯০টি রকেট আছড়ে পড়ে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। এই হামলার জেরে এক শিশু-সহ চার জন আহত হয়। যদিও বেসরকারি সূত্রে খবর, আহত বহু। বেশ কিছু ইমারতের ক্ষতি হয়েছে। আগুন ধরে যায় অসংখ্য গাড়িতে। সব মিলিয়ে যুদ্ধের ধিকিধিকি আগুন ফের লেলিহান হয়ে উঠতে শুরু করেছে।