সংবাদ প্রতিদিন ব্য়ুরো: করোনার (Coronavirus) সংক্রমণ শুরু নতুন করে! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে ১০ জনের বেশি ভরতি রয়েছেন সূত্রের খবর। পর পর তিনদিনে তিনজনের মৃত্যুও হয়েছে। যাঁরা কোভিড পজিটিভ ছিলেন। যদিও তাঁরা দীর্ঘদিন ধরে অন্য রোগে ভুগছিলেন। কোমর্বিডিটি ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বর্ধমান মেডিক্যাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাতারের এক বৃদ্ধ কিডনির রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হন। শনিবার মারা যান তিনি। অন্যদিকে, দেওয়ানদিঘি এলাকার এক বাসিন্দাও এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিবার। ‘সোয়াব’ পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছিল তাঁদের। মারা যাওয়ার পরে এই রিপোর্ট এসেছিল বলে জানা গিয়েছে। আর বেশ কয়েকজন ভরতি রয়েছেন। মঙ্গলবারও করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর বাড়ি বীরভূম জেলার নানুর থানা এলাকায়। তিনি এনসেফালাইটিসে ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় বর্তমানে ৩৯ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।
[আরও পড়ুন: বন্দুকবাজকে হারিয়ে বাঁচান পড়ুয়াদের, সেই DSP-কেই ‘পুতুল’ বলে ধমক NCW’র চেয়ারপার্সনের]
আচমকা করোনায় এই মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে। এ প্রসঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরিন্দম বিশ্বাস বলেন, “করোনা এখনও যায়নি। প্রকোপ কমলেও তার সংক্রামক ক্ষমতা এখনও আছে। তাই সতর্ক থাকতে হবে। যে সব এলাকায় করোনা বেশি হচ্ছে, সেখানে মাস্ক পরা ফেরানো যেতে পারে। তবেই সংক্রমণ কমবে।” প্রায় একই মত ডা. দীপঙ্কর মানবেন্দ্র মুখোপাধ্যায়েরও। তবে তিনি বলছেন, “করোনায় মৃত্যু হয়েছে, এমন কোনও খবর আমাদের কাছে নেই। নতুন করে আক্রান্তের কথাও জানি না। যদি তেমনটা হয়, তাহলে আগে যা যা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হত, এখনও তা করতে হবে।”