shono
Advertisement

দিল্লিতে কাশির ওষুধ খেয়ে মৃত্যু ৩ শিশুর! কাঠগড়ায় কেজরিওয়াল সরকারের মহল্লা ক্লিনিক

অবিলম্বে কেজরিওয়ালের পদত্যাগ দাবি বিজেপি ও কংগ্রেসের।
Posted: 02:01 PM Dec 21, 2021Updated: 03:35 PM Dec 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষাক্ত কাশির সিরাপ খেয়ে দিল্লিতে (Delhi) প্রাণ হারিয়েছে অন্তত তিনটি শিশু। যার জেরে তোলপাড় রাজধানী। মহল্লা ক্লিনিকের তিন চিকিৎসক ওই ওষুধ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাঁদের বরখাস্ত করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পদত্যাগ দাবি করেছে বিজেপি ও কংগ্রেস।

Advertisement

জানা গিয়েছে, কেন্দ্র পরিচালিত কলাবতী শরণ শিশু হাসপাতালে ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া ১৬টি শিশু ভরতি হয়েছিল গত ২৯ জুন থেকে ২১ নভেম্বরের মধ্যে। তাদের বয়স ১ থেকে ৬-এর মধ্যে। একজন সিনিয়র চিকিৎসক জানাচ্ছেন, ”অধিকাংশ শিশুরই শ্বাসকষ্ট হচ্ছিল। যে ৩টি শিশু মারা গিয়েছে তাদের সকলেরই পরিস্থিতি খুবই খারাপ ছিল।”

[আরও পড়ুন: Coronavirus Update: ফের নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ, তবে উদ্বেগ বাড়াল ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা]

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ”শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দিল্লির মেডিক্যাল কাউন্সিলের সদস্যদেরও বিষয়টি জানিয়েছি। দোষীরা ছাড় পাবে না।”

এদিকে ইতিমধ্যেই দিল্লি সরকার চার সদস্যের এক তদন্তকারী কমিটি গঠন করেছে। জানা যাচ্ছে, যে কাশির সিরাপ খেয়ে অসুস্থতার ঘটনা ঘটেছে সেটির নাম ডেক্সট্রোমেথোর্ফান। সাধারণ কাশির ওষুধ হিসেবে এটির ব্যবহার প্রচলিত। কিন্তু এই ওষুধের ডোজ যদি স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয় তাহলে নিদ্রাহীনতা, ঝিমুনি ভাব, অস্থির ভাব, ডায়ারিয়া থেকে শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা যায়।

গোট ঘটনায় বিরোধীরা কাঠগড়ায় তুলছে কেজরিওয়াল সরকারকে। দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত জানিয়েছেন, ”মহল্লা ক্লিনিককে বিশ্বমানের বলে বহু প্রচার হয়েছে।”

[আরও পড়ুন: পাঞ্জাবে মোতায়েন প্রথম S-400 মিসাইল সিস্টেম, লৌহ বর্মে ঢাকল ভারতের আকাশ]

কেজরিওয়ালদের এব্যাপারে দায়ী করে তিনি অবিলম্বে তাঁর ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য করুক সরকার। একই দাবি কংগ্রেসেরও। মৃত শিশুগুলির পরিবারকে ১ কোটি টাকা ও অসুস্থদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার জন্য কেজরিওয়াল সরকারের আরজি জানিয়েছেন তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement