shono
Advertisement

Breaking News

‘শান্তি ফিরেছে’, স্বাধীনতা দিবসে মোদির বার্তার পরেই হিংসা মণিপুরে, মৃত তিন

ঘটনার পরেই এলাকায় নিরাপত্তা বেড়েছে।
Posted: 01:19 PM Aug 18, 2023Updated: 01:19 PM Aug 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত হিংসাবিধ্বস্ত মণিপুর (Manipur)। শুক্রবার ভোররাতে সংঘর্ষে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিন জন। ঘটনাটি ঘটেছে উখরুল জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকেই কুকি সম্প্রদায়ভুক্ত। প্রসঙ্গত, অগ্নিগর্ভ মণিপুরে শেষবার খুনের খবর মিলেছিল গত ৫ আগস্ট। প্রায় সপ্তাহদুয়েকের জন্য থামলেও শুক্রবার ফের সেরাজ্যে মৃত্যুমিছিল শুরু হল। ইতিমধ্যেই মণিপুরে মোট মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে।

Advertisement

উখরুলের এসপি এন ভাসুম জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ থৌয়াই কুকি গ্রামে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। পাহাড় সংলগ্ন এলাকা থেকেই গ্রামের দিকে গুলি ছুঁড়তে শুরু করে তারা। গ্রামের রক্ষীদের লক্ষ্য করেই গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন কুকি ব্যক্তির। প্রাথমিকভাবে অনুমান, নাগা অধ্যুষিত এলাকা থেকেই এসেছিল দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: ‘খুন করতেই পারে না আরিফ’, যাদবপুর ছাত্রমৃত্যুতে ভাই গ্রেপ্তার হতেই কলকাতায় কাশ্মীরের মারুফ]

ভাসুম জানিয়েছেন, এই ঘটনায় এখনও কারোওর আহত হওয়ার খবর মেলেনি। তবে এই এলাকার নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। দোষীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। তবে এখনও দুষ্কৃতীদের ধরা যায়নি বলেই খবর। প্রসঙ্গত, গত ৫ আগস্ট জাতি সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান দুই কুকি ও তিন মেতেই ব্যক্তি।

উল্লেখ্য, গত মে মাসে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল মণিপুরে। কুকি-মেইতেই অশান্তিতে প্রাণ হারিয়েছেন ১৬০ জন। হিংসার জেরে ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। অসহায় মানুষের ভিড়ে উপচে পড়ছে ত্রাণ শিবিরগুলি। যদিও অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত কয়েক দিন ধরে সে রাজ্যে শান্তি ফিরেছে। তার পরেই ফের মৃত্যুর খবর মিলল মণিপুরে। 

[আরও পড়ুন: ফের অসুস্থ অনুব্রত মণ্ডল, খবর পেয়ে আদালত চত্বরেই কেঁদে ফেললেন সুকন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement