সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতে খুন হচ্ছেন একের পর এক রাজনৈতিক নেতা। গত ৫ জুলাই থেকে শুরু করে এখনও পর্যন্ত তিন জন নেতার হত্যার খবর মিলেছে। সেই তালিকায় নবতম সংযোজন ওয়াই এস আর কংগ্রেসের এক নেতা। অন্ধ্রপ্রদেশের রাস্তায় লাঠিপেটা করে ওই নেতাকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে তামিলনাড়ুতে খুন হন বিএসপি নেতা। তার পর পরই খুন করা হয় সেরাজ্যের আরেক রাজনৈতিক নেতাকে।
[আরও পড়ুন: চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে!]
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে রাস্তায় পিটিয়ে খুন করা হয় জগনমোহন রেড্ডির দলের যুবনেতাকে। মৃতের নাম রশিদ। বুধবার আচমকাই তাঁর উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে রশিদকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় রশিদের। পুলিশের তরফে জানানো হয়েছে, হাত এবং গলায় গভীর আঘাত পেয়েছিলেন তরুণ নেতা। মারধরের ভিডিও সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত আক্রোশের কারণেই এভাবে হত্যা করা হয়েছে যুবনেতাকে। আপাতত এই হত্যাকাণ্ডে রাজনীতির যোগ নেই। তবে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুলাই নিজের বাড়ির সামনে আততায়ীদের হাতে খুন হন তামিলনাড়ুর (Tamil Nadu) বিএসপি প্রধান আর্মস্ট্রং। পরে পুলিশি এনকাউন্টারে নিকেশ হয় আর্মস্ট্রংয়ের হত্যাকারী। এই ঘটনার রেশ কাটার আগেই তামিলনাড়ুতে খুন হন এনটিকে নেতা বালাসুব্রাহ্মণ্যম। সকালে হাঁটতে বেরিয়ে তিনি খুন হন। লাগাতার এমন ঘটনায় প্রশ্ন উঠছে, দক্ষিণ ভারতে কেন খুন হচ্ছেন একের পর এক রাজনৈতিক নেতা?