shono
Advertisement
Indian Navy

আর হামলা চালাতে পারবে না কাসভরা! সমুদ্রে অভেদ্য দেওয়াল গড়ছে ভারতীয় নৌসেনা

কীভাবে তৈরি হচ্ছে এই লৌহবর্ম?
Published By: Paramita PaulPosted: 06:57 PM Nov 18, 2024Updated: 07:45 PM Nov 18, 2024

অর্ণব আইচ: ২৬/১১। ২০০৮ সালের এই দিনটিতে 'সমুন্দর জেহাদে' রক্তাক্ত হয়েছিল মুম্বই। আজমল কাসভের নৃশংসতায় কেঁপে গিয়েছিল বাণিজ্য নগরী। জলপথে কাসভরা যাতে এ দেশের মাটিতে আর 'জেহাদ' করতে না পারে তাই সমুদ্রে অদৃশ্য অভেদ্য দেওয়াল গড়ছে ভারতীয় নৌসেনা। কীভাবে তৈরি হচ্ছে এই লৌহবর্ম?

Advertisement

সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, রাজ্যের জলপুলিশ, শুল্কদপ্তর, জাহাজ এবং মৎস্যজীবীদের নিয়ে মহড়া শুরু হচ্ছে সমুদ্রে। নাম 'সি ভিজিল ২০২৪'। সমুদ্র উপকূলবর্তী সমস্ত রাজ্য ও দ্বীপপুঞ্জগুলি হবে এই মহড়া। জঙ্গিরা নদী বা সমুদ্রপথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। কীভাবে সেই হামলার মোকাবিলা করা হবে, তার রূপরেখা তৈরি হবে এই মহড়ায়।

মৎস্যজীবীরা সমুদ্র পথে অনেকটা দূরে মাছ ধরতে যায়। ফলে জলপথে কোনও সন্দেহজনক গতিবিধি, সন্দেহজনক বস্তুর আনাগোনা কিংবা অনুপ্রবেশের চেষ্টা, তাঁদেরই চোখে পড়ার সম্ভাবনা বেশি। আবার মুম্বই হামলার কায়দায় সমুদ্রে মৎস্যজীবীদের কাছ থেকে মাঝ সমুদ্রে নৌকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হতে পারে, এই সমস্ত ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যেতে পারে, তা শেখানো হবে এই মহড়ায়। মৎস্যজীবীদের 'ন্যাশনাল গ্রিড'-কে শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে। এই মহড়ায় অংশ নেবে এনসিসি ক্যাডেট, ভারত স্কাউট এবং গাইডসরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০৮ সালের এই দিনটিতে 'সমুন্দর জেহাদে' রক্তাক্ত হয়েছিল মুম্বই।
  • সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, রাজ্যের জলপুলিশ, শুল্কদপ্তর, জাহাজ এবং মৎস্যজীবীদের নিয়ে মহড়া শুরু হচ্ছে সমুদ্রে।
  • নাম 'সি ভিজিল ২০২৪'।
Advertisement