সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাথর ছোঁড়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। ওই ঘটনায় অভিযুক্ত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরেই প্রকাশ্যে এসেছে ‘সেমিহাইস্পিড’ ট্রেনে পাথর ছোঁড়ার অভিনব কারণ। জানা গিয়েছে, মাঝে বন্দে ভারতের ধাক্কায় এক ব্যক্তির ছ’টি ছাগলের মৃত্যু হয়েছিল। প্রতিশোধ নিতেই পরিকল্পনা মাফিক ওই ব্যক্তি এবং তাঁর দুই ছেলে ট্রেন লক্ষ করে পাথর ছোড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম মুন্না পাসোয়ান। ৯ জুলাই বন্দে ভারত ট্রেনের চাকায় নিচে পড়ে মরেছে তাঁর ছয়টি ছাগল। এর পরেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুন্না এবং তাঁর দুই ছেলে অজয় ও বিজয় ট্রেন লক্ষ করে পাথর ছোড়ার পরিকল্পনা করে। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশনের কাছে সোহাওয়াল রেল স্টেশন দিয়ে যাওয়ার সময় গোরক্ষপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে তাঁরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এর ফলে ট্রেনের চারটি জানলার কাচে চিড় ধরেছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ফোকাসে উত্তরবঙ্গ, রাজ্যসভায় বিজেপির বাজি অনন্ত মহারাজ! তুঙ্গে জল্পনা]
অযোধ্যার এসএসপি রাজ করণ নায়ার বলেন, “মুন্না পাসোয়ানের ছয়টি ছাগল মারা যায় বন্দে ভারতে কাটা পড়ে। মঙ্গলবার মুন্না এবং তাঁর দুই ছেলে ট্রেনে পাথর ছোঁড়ে। প্রাথমিক তদন্তে তাঁরাই অভিযুক্ত। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। উল্লেখ্য, গত শুক্রবার এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।