shono
Advertisement

ডাইনি অপবাদে বৃদ্ধ ভাইয়ের ঘরে আগুন! তুমুল শোরগোল রায়গঞ্জে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Posted: 05:50 PM Jan 08, 2024Updated: 05:50 PM Jan 08, 2024

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ডাইনি অপবাদে বৃদ্ধ ভাইয়ের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিগৃহীত ও অভিযুক্তরা আদতে একই পরিবারের সদস্য। সম্পর্কে ভাই। জানা গিয়েছে, নিগৃহীতরা মোট চার ভাই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার বাসিন্দা তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৯ অক্টোবর এই চারভাইয়ের একজনের পুত্রবধূর মৃত্যু হয়। এর পরই তিনভাইয়ের ক্ষোভ গিয়ে পড়ে একজনের উপর। ওই বৃদ্ধকে ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

জল গড়ায় অনেক দূর। সালিশি সভার আয়োজনও করা হয়। বাড়ি আসে পুলিশ। কিন্তু সমস্যা মেটেনি। রবিবার অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রাতে ওই বৃ্দ্ধের ঘরে আগুন ধরিয়ে দেয় ৩ ভাই। শীতের রাতে কিছু টের পাওয়ার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। ইতিমধ্যেই এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পডুন: স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কারা সুবিধা পাবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement