shono
Advertisement

একদিনে সংক্রমিতের সংখ্যা ফের ৩০০০ পার, আশা জোগাচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার

মৃত্যু হয়েছে ৫১ জনের। The post একদিনে সংক্রমিতের সংখ্যা ফের ৩০০০ পার, আশা জোগাচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 PM Aug 16, 2020Updated: 10:03 PM Aug 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলাগাম করোনা (Corona Virus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,০৬৬ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। যথারীতি সর্বোচ্চ সংক্রমণের সাক্ষী কলকাতা (Kolkata)। তিলোত্তমার ঘাড়েই নিশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগণা (North 24 Pargans)। রবিবার রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিনে এমন তথ্যই উঠে এসেছে।  তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। এদিন করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৩৫ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৪৮ শতাংশ। যা সামান্য হলেও স্বস্তি দিচ্ছে। আগের দিনের তুলনায় এদিন কোভিড জয়ীর সংখ্যা বেশকিছুটা বেড়েছে ।

Advertisement

সংক্রমণ রুখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু সংক্রমণের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী। ১৫ আগস্টের পর এদিনও তিন হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমিত হয়েছে কলকাতার মানুষ। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। তার ঘাড়েই নিশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগণা। সেখানে সংক্রমিত হয়েছেন ৫৬০ জন। ৫১ জনের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আর উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১০ জনের। এদিকে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ দিনাজপুরে। মৃত্যুর ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তালিকার শীর্ষে রয়েছে দার্জিলিং। 

[আরও পড়ুন : অমানবিক! চোর সন্দেহে ইলেকট্রিক শক, যুবককে বেধড়ক মারের পর বসল সালিশি সভা]

এদিকে রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮ জন। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪২৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতাও। যেখানে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,০৬৬ জন। সেখানে একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৩৫ জন। ফলে আগের দিনের চেয়ে বেড়েছে সুস্থতার হারও। 

[আরও পড়ুন : করোনাবিধি উড়িয়ে পৌষ মেলার মাঠে পাঁচিল দিতে ৩০০ জন কর্মী নিয়ে জমায়েত বিশ্বভারতীর উপাচার্যর]

The post একদিনে সংক্রমিতের সংখ্যা ফের ৩০০০ পার, আশা জোগাচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার