সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের কিশোরের সঙ্গে সঙ্গম (Physical intimacy) ৩১ বছরের মার্কিন (US) মহিলার। আর তার জেরে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন ওই মহিলা। আমেরিকার কলোরাডো প্রদেশের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গত বছর। মহিলার বিরুদ্ধে নাবালকের উপরে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। তাঁকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তিনি এখন জেলের বাইরেই রয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন হাজতবাস করতে হচ্ছে না তাঁকে?
জানা গিয়েছে, আন্দ্রেয়া সেরানো নামের ওই মহিলার বিরুদ্ধে পুলিশ মূলত দু’টি অভিযোগ এনেছে। প্রথমত, বিশ্বাসভঙ্গ। দ্বিতীয়ত, নাবালকের উপরে যৌন নির্যাতন। গত জুনে তিনি গ্রেপ্তার হন। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরের সঙ্গে যৌনতার কথা স্বীকারও করে নেন। এরপরই জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এরপরই জুলাইয়ে ৭০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে জামিন পান আন্দ্রেয়া।
[আরও পড়ুন: সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যকে ২০৬ কোটি কেন্দ্রের, বাকি আরও এক কিস্তি]
সম্প্রতি জানা গিয়েছে, আন্দ্রেয়ার আইনজীবীরা সরকারি আইনজীবীদের সঙ্গে একটি সমঝোতায় এসেছেন। যার ফলস্বরূপ তাঁকে ‘যৌন অপরাধী’র তকমা দেওয়া হলেও হাজতবাস করতে হবে না। সেই হিসেবেই আপাতত বাইরে রয়েছেন অভিযুক্ত মহিলা। তবে মামলাটি এখনও চলছে। এদিকে সন্তানের জন্ম দিয়েছেন আন্দ্রেয়া। শিশুটি তাঁর কাছেই রয়েছে।
এই পরিস্থিতিতে কিশোরের মায়ের অভিযোগ, ”আমার ছেলের থেকে ওর শৈশবই চুরি করে নেওয়া হয়েছে। এই বয়সেই ও বাবা হয়ে গিয়েছে। ও একজন আক্রান্ত। বাকি জীবনটা ওকে এই সত্য়িটা নিয়েই বাঁচতে হবে।” তাঁর অভিযোগ, আন্দ্রেয়াকে ‘মা’ বলেই ডাকত কিশোরটি।