সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমুনা পরীক্ষা বাড়তেই ফের উর্ধ্বমুখী করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিতের সংখ্যা তিনহাজারের বেশি। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৫২ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোন আক্রান্ত হয়েছেন ৩, ৩১৫ জন। এদের মধ্যে ৮০৭ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ সংক্রমণের নিরিখে আজও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ৭৯৬ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে নতুন আক্রান্ত ২০৯ জন। হাওড়ায় ১৭১ জন। হুগলিতে ১১৮ জন। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন করে সংক্রমিত ১১৩ জন। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪, ৮৬, ৭৯৯। মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ২৪, ২২১। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ৫২ জনের। তাঁদের মধ্যে ১১ জনই উত্তর ২৪ পরগনার। ৮ জন কলকাতার। উদ্বেগজনকভাবে বেড়েছে দক্ষিণ ২৪ পরগনার মৃতের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসের বলি সেখানকার ৬ জন। এখনও পর্যন্ত করোনা মোট প্রাণ কেড়েছে বাংলার মোট ৮৪৭৬ জনের।
[আরও পড়ুন: ‘শুভেন্দুর পদক্ষেপের অপেক্ষায়’, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে থাকার বার্তা দিয়ে পদত্যাগ তৃণমূল নেতার]
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছে ৩,৩৪০ জন। তাঁদের মধ্যে ৯৫২ জন উত্তর ২৪ পরগনার। ৯৪৬ জন কলকাতার। ফলে বাংলার মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে ৪, ৫৪, ১০২। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৩, ২৪১ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯, ১৬, ১৭৪ জনের। বাংলার মোট সেফ হোমের সংখ্যা ২০০।