সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাস ইভে আইফেল টাওয়ারে আগুন। যাকে ঘিরে ছড়াল আতঙ্ক। ঐতিহাসিক এই স্থাপত্য থেকে সরানো হল ১ হাজার ২০০ ট্যুরিস্টকে। ফরাসি প্রশাসন এদিন জানিয়েছে, টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার মধ্যবর্তী স্থানে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল কর্মীরা। প্রাথমিক খবর থেকে জানা যাচ্ছে, সম্ভবত এলিভেটর কেবল থেকেই আগুন লেগে যায়।
প্যারিস শহরের মূল আকর্ষণ আইফেল টাওয়ার। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন বিখ্যাত স্থাপত্য দর্শনে। দৈনিক ১৫ থেকে ২৫ হাজার ট্যুরিস্ট আসেন এখানে। স্বাভাবিক ভাবেই উৎসবের মরশুমে সেখানে এদিন ছিল মানুষের ঢল। আচমকাই উৎসবের মেজাজ বদলে যায় দুর্ঘটনার আতঙ্কে। শেষখবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রসঙ্গত, এই প্রথম আইফেল টাওয়ারে আগুন লেগেছে তা নয়। ১৯৫৬ সালের জানুয়ারি মাসে টাওয়ারের টেলিভিশন ট্রান্সমিশন রুমে আগুন লেগে প্রভূত ক্ষতি হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ এপ্রিল গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল বিশ্বখ্যাত নতরদাম গির্জার অগ্নিকাণ্ড দেখে। তবে সেই সেই আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সিগারেটের আগুন অথবা কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। সেই ঘটনাকেই মনে করাল আইফেল টাওয়ারের অগ্নিকাণ্ড।