সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভয়ংকর দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চার জনের। আহত আট জন। দুর্ঘটনার অভিঘাতে জিপটিকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ঘষটে নিয়ে যায় ট্রাকটি। কার ভুলে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। থানের দিকে যাচ্ছিল জিপটি। সেই সময় উলটো দিক থেকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। মুখোমুখি সংঘর্ষে দুমড়মুচড়ে যায় জিপটি। সেটি উলটেও যায়। ওই অবস্থায় জিপটিকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ঘষটে নিয়ে যায় ট্রাকটি। এর ফলেই মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আটজন। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে ভরতি করানো হয়। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টি চলছিল দুর্ঘটনাস্থল ভিওয়ান্ডি তালুকার খাদোলি এলাকায়। মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে দৃশ্যমানতার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
[আরও পড়ুন: ‘সব অভিযোগ মিথ্যে’, হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আদানি]
মাঝে বিয়েবাড়ি যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যাত্রী বোঝাই বাস খালে পড়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। গুরুতর আহত হন ৩০ জন। প্রকাশম জেলার এই দুর্ঘটনা ঘটেছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাস চালানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলেন চালক।