shono
Advertisement

কাশ্মীরে অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান, সংঘর্ষে খতম ৪ জেহাদি

জম্মু ও কাশ্মীরে আরও জোরদার হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। The post কাশ্মীরে অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান, সংঘর্ষে খতম ৪ জেহাদি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM Aug 28, 2020Updated: 07:09 PM Aug 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে আর জোরদার হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। শুক্রবার এমনই এক অভিযান চলাকালীন সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে চার জেহাদি।

Advertisement

[আরও পড়ুন: ‘মসজিদ না খুললে রাস্তাতেই নমাজ পড়বেন মুসলিমরা’, হুঁশিয়ারি AIMIM সাংসদের]

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে এদিন সন্ত্রাস জর্জরিত দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। গোয়েন্দাদের রিপোর্ট মতো কিলোরা এলাকায় জঙ্গিঘাঁটি ঘিরে ফেলেন জওয়ানরা। আত্মসমর্পণ করতে বলা হলে হামলা চলে জঙ্গিরা। পালটা গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরাও। সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছে চার সন্ত্রাসবাদী। একজন আত্মসমর্পন করেছে। নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম শকুর পারে। সে আল বদর জঙ্গি গোষ্ঠীর ডিস্ট্রিক্ট কমান্ডার। অন্যজনের নাম সোহেল ভাট। এমনটাই জানিয়েছেন কাশ্মীর পুলিসের আইজিপি। নিহত জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক হাতিয়ার উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরপত্তারক্ষীরা।

এদিকে, আজই শোপিয়ান জেলায় উদ্ধার হয়েছে আহমেদ ভাট নামের এক নিখোঁজ পঞ্চায়েত সদস্যের মৃতদেহ। চলতি মাসের ১৯ তারিখ শ্রীনগর থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান তিনি। জঙ্গিরা অপহরণ করে তাঁকে হত্যা করেছে বলে খবর। প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীর বরাবরই জঙ্গিদের চারণভূমি হিসেবে পরিচিত। জইশ, লস্কর, হিজবুল-সহ সেখানে সক্রিয় একাধিক পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। তাই ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই ওই এলাকায় অভিযান জোরদার করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই উপত্যকায় সক্রিয় জেহাদি সংগঠনগুলির শীর্ষ নেতাদের খতম করেছে ফৌজ। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশ্মীরে সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পায় যৌথবাহিনী। ভূস্বর্গ থেকে গ্রেপ্তার করা হয় ISIS-এর কাশ্মীর শাখার (ISJK) পাঁচ সদস্যকে। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের যুব সম্প্রদায়ের মগজধোলাই করে দলে টানার কাজও করত এরা। পাশাপাশি, আইসিসের পতাকা তৈরি করে কাশ্মীরের বিভিন্ন এলাকায় পৌঁছে দিত তারা। পাঁচজনকে জেরা করে ISJK সম্পর্কে আরও তথ্য মিলবে বলে মনে করছে কাশ্মীর পুলিশ।

[আরও পড়ুন: ভারতের ‘চোখ’ এড়াতে পারবে না লালফৌজ, আসছে ইজরায়েলের ‘AWACS’]

The post কাশ্মীরে অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান, সংঘর্ষে খতম ৪ জেহাদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement