সুকুমার সরকার, ঢাকা: ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হল না ‘অপারেশন টোয়াইলাইট’। বাংলাদেশের সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলছে। এর মধ্যে পাল্টা হামলা চালিয়ে পুলিশের দুই কর্তাকে মারল জঙ্গিরা। এসময় নিকেশ হয় এক আত্মঘাতী জঙ্গিও।
শনিবার সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। সিলেট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া বলেন, এর মধ্যে দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অপর জনের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অপরিচিত জনই আত্মঘাতী হামলাকারী।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক-সহ ২৫ জনেরও বেশি আহত হন। এরপর কিছু পরেই পার্শবর্তী পূর্বপাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশকর্মী আহত হন।
The post ৪০ ঘণ্টা পার, সিলেটে এখনও চলছে ‘অপারেশন টোয়াইলাইট’ appeared first on Sangbad Pratidin.