Advertisement
বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, বই বিক্রিতে নয়া রেকর্ড, লক্ষ্মীলাভ ইস্ট-ওয়েস্ট মেট্রোরও
শেষদিনেও একাধিক বই প্রকাশিত হয়েছে বইমেলায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্যান্যবারের তুলনায় বই বিক্রির পরিমাণ এবার অনেকটাই বেশি। এখনও সঠিক পরিসংখ্যান হাতে না এলেও মনে করা হচ্ছে গতবারের ২৪ কোটিকেও ছাপিয়ে গিয়েছে এবারের বইমেলা। অর্থাৎ বইয়ের প্রতি ভালবাসা যে সাধারণ মানুষের এতটুকু কমেনি, তা বেশ স্পষ্ট।
আরও একটি রেকর্ড তৈরি হয়েছে এই বইমেলাকে ঘিরে। তা হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সাধারণ দিনে এই রুটে যাত্রী হয় ৩০ হাজারের কাছাকাছি। ৯ দিনে শিয়ালদহ থেকে যাত্রীদের বইমেলা আসার দরুণ তা নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেছে। শনিবারের রিপোর্ট অনুযায়ী সাড়ে ছ'লক্ষ যাত্রী হয়েছে এই ক'দিনে।
এবার থিম দেশ ছিল স্পেন। তাদের প্যাভিলিয়নে নানা আলোচনার পাশাপাশি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের মূল মঞ্চেও প্রথিতযশা ও উঠতি সাহিত্যিকদের লেখা নিয়েও আলোচনা হয়।
শেষদিনেও একাধিক বই প্রকাশিত হয়েছে বইমেলায়। এবছর স্টল সংখ্যাও ছিল বেশি। প্রতিবার কমবেশি ৫০০টি স্টল থাকে। এবার একলাফে তা বেড়ে হয়েছে প্রায় ৯৫০। বইমেলার ভিড়ই বলে দিচ্ছে বেড়েছে পাঠক সংখ্যাও।
Published By: Sulaya SinghaPosted: 08:58 PM Feb 12, 2023Updated: 08:58 PM Feb 12, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ