Advertisement
শাড়িতে মোহময়ী করিনা, চমক উরফিরও, IIFA-র মঞ্চে কে কোন পোশাকে ধরা দিলেন?
ওজন কমিয়ে নতুন লুকে ধরা দিলেন করণ জোহর।
মেরুন রঙের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিলেন করিনা। শাড়িটি কমপক্ষে ১৭ বছরের পুরনো। ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির হাতের ছোঁয়ায় তৈরি শাড়ি মন কেড়েছে সকলের। সঙ্গে পরেন সোনার গয়না। মাথায় সাধারণ খোঁপা।
সাদা অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছে কৃতী শ্যাননকে। 'দো পাত্তি' ছবির জন্য সেরা মুখ্য চরিত্রের পুরস্কার জিতে নিয়েছেন অভিনেত্রী।
বরাবরই সাজপোশাক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। IIFA-এর মঞ্চে কালো পোশাকে ধরা দিয়েছেন। করিনা নাকি তাঁকে দেখে জড়িয়ে ধরেন। উরফি বলছেন, "এটাই পরমপ্রাপ্তি।"
'সেক্টর ৩৬' ছবির জন্য সেরা মুখ্য চরিত্রের পুরস্কার জিতেছেন বিক্রম মাসে। কালো গলাবন্ধ স্যুটে দেখা গিয়েছে অভিনেতাকে।
Published By: Sayani SenPosted: 09:24 PM Mar 09, 2025Updated: 09:25 PM Mar 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ