shono
Advertisement

রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, ৩ শিশু-সহ পাঁচজনের মৃত্যু

পরপর পথ দুর্ঘটনা ঘটছে মরুরাজ্যে।
Posted: 09:24 AM Apr 14, 2022Updated: 09:24 AM Apr 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। মৃত ৩ শিশু-সহ অন্তত পাঁচজন। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan CM Ashok Gehlot)।

Advertisement

বুধবার রাতে রাজস্থানের উদয়পুর (Udaipur) জেলার নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় ৩ শিশু-সহ পাঁচজনেক মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আঘাত নিয়ে হাসপাটালে চিকিৎসাধীন। অভিযোগ, গাড়িটিতে অতিরিক্ত যাত্রী ছিল। দুর্ঘটনা প্রসঙ্গে উদয়পুরের পুলিশ সুপার মনোজ চৌধুরী জানান, “এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৩ জন জখম।”

[আরও পড়ুন: ‘আপনাদের দেশে মানবাধিকার নিয়েও আমরা চিন্তিত’, আমেরিকাকে যোগ্য জবাব বিদেশমন্ত্রীর]

দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটারে তিনি লিখেছেন, “উদয়পুরে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উদয়পুর-ঝাদোল সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”

 

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটছে রাজস্থানে। মঙ্গলবারই বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর মিলেছিল। জখম হন অন্তত ২০ জন। একের পর এক দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে রাজস্থানের প্রশাসন।

[আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ৬ শ্রমিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement