সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সাফল্য সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীর থেকে গ্রেপ্তার পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার ৫ জঙ্গি। কুলগাম জেলা থেকে তাদের আটক করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। ধ্বংস করে দেওয়া হয়েছে দুটি টেরর মডিউলও।
জানা গিয়েছে, রবিবার ২৬ অসম রাইফেলস (Assam Rifles) ও সিআরপিএফের (CRPF) যৌথ অভিযানে আটক হয় ওই পাঁচ জঙ্গি। ধৃতরা লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করত। অভিযুক্তদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন, সাবজার আহমেদ খার।
[আরও পড়ুন: ‘আমরা তো পরিবার’, এশিয়াডে অরুণাচলের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় সাফাই চিনের]
জঙ্গিদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দুটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তল এবং একে-৪৭-এর গুলি উদ্ধার করেছে সেনা। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে লস্কর কমান্ডার উজের খানকে খতম করেছিল যৌথ বাহিনী। এবার ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী।