সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যা ও ধসের কবলে পাকিস্তান। ৮ শিশু-সহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতির বিপর্যয়ের কবলে। গত মাস থেকেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পড়শি দেশের আমজনতা। ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।
পাকিস্তানের (Pakistan) জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”গত ২৫ জুন থেকে শুরু হওয়া বর্ষায় গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।” সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়কালের মধ্যে বৃষ্টি বিপর্যয়ের শিকার হয়ে জখম হয়েছেন ৮৭ জনেরও বেশি।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য দেশদ্রোহিতা নয়, মত কর্ণাটক হাই কোর্টের]
পাক প্রশাসনের তরফে পেশ করা তথ্য থেকে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব পাঞ্জাব প্রদেশ। মৃতদের মধ্যে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। অনেকের মৃত্যু হয়েছে বাড়ি ভেঙে পড়ার ফলে। খাইবার পাখতুনখাওয়ায় ধসের কবলে পড়ে প্রাণ গিয়েছে ৮টি শিশুর। তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে আরও শিশুর দেহ সেখানে আটকে আছে কিনা। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে রীতিমতো বিপর্যস্ত পাকিস্তান।
উল্লেখ্য, কেবল পাকিস্তানেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মূলত জুন থেকে সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়। সারা বছরের মোট বৃষ্টির ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টি এই সময়েই হয়। এই বৃষ্টির দিকেই তাকিয়ে থাকেন কৃষকরা। পাশাপাশি অত্যধিক বর্ষণের কবলে পড়ে সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ।