সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিতভাবে রূপান্তরকামী বিরোধী ডোনাল্ড ট্রাম্প। সেই তিনি ক্ষমতায় ফিরতেই উদ্বেগে ছিলেন মার্কিন মুলুকের রূপান্তরকামী সম্প্রদায়। সম্প্রতি সানডে টাইমসের একটি রিপোর্ট এই ভয়ে সিলমোহর দিয়েছে। তারা জানিয়েছে, এবার নয়া মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে আমেরিকার সেনাবাহিনী থেকে বাদ পড়বেন অসংখ্য LGBTQIA+ সদস্যরা।
বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে কাজ করছেন প্রায় ১৫ হাজার ট্রান্সজেন্ডার। প্রথম মেয়াদেই সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্য সানডে টাইমস-এর রিপোর্ট অনুসারে, ট্রান্সজেন্ডারদের মেডিক্যাল গ্রাউন্ডে বাদ দেওয়া হতে পারে। যেহেতু অনেকেরই অস্ত্রপচার হয়েছে। এই কারণ দেখিয়ে 'আনফিট' বলে সেনা থেকে সরিয়ে ফেলা হতে পারে।
দ্য সানডে টাইমস-এর রিপোর্ট বলছে, গতবার ক্ষমতায় থাকাকালীন রূপান্তরকামীদের সেনায় যোগ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও, যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের বরখাস্ত করার কথা বলা হয়নি। কিন্তু এবারের নির্দেশে LGBTQIA+ মুক্ত মার্কিন সেনার নির্দেশ দিতে চলেছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। আগামী বছর ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে তাঁর প্রথম দিনেই এই আদেশ জারি হতে পারে বলে জল্পনা।
বিগত সময়ে রাষ্ট্রপতি জো বাইডেন সামরিক ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের যোগ দেওয়া নিয়ে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। এবার যার উপায় থাকবে না। উল্লেখ্য, ট্রাম্প ভোটে জিততেই উদ্বেগ প্রকাশ করেছিলেন এলন মাস্কের মেয়ে ভিভিয়ান জেন্না উইলসন। যিনি নিজেও একজন রূপান্তরকামী। জেন্না আশঙ্কা প্রকাশ করেন, অচিরেই রূপান্তরকামীদের উপর বড় নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প। বাস্তবেও তেমনটাই ঘটতে চলেছে বলেই খবর।