shono
Advertisement

১৫ ঘণ্টা পরেও নেভেনি চেন্নাইয়ের রাসায়নিক গোডাউনের আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির টাকার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। The post ১৫ ঘণ্টা পরেও নেভেনি চেন্নাইয়ের রাসায়নিক গোডাউনের আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 AM Mar 01, 2020Updated: 09:33 AM Mar 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের একটি রাসায়নিক পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রবল উত্তেজনা ছড়াল। খবর ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের ৫০টি ইঞ্জিন ও ৫০০ জন কর্মী। তাঁরা চেষ্টা চালালেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির টাকার বেশি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে চেন্নাইয়ের মাধাভরম (Madhavaram) এলাকায় একটি রাসায়নিক পদার্থের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। কিন্তু, তারপরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে আরও ৩৮টি ইঞ্জিন ও ৬টি ফোমের গাড়ি নিয়ে আসা হয়। সেগুলির সাহায্যে ১০ ঘণ্টা ধরে আগুন নেভানোর অক্লান্ত চেষ্টা করছেন ৫০০ জন দমকলকর্মী।

[আরও পড়ুন: দিল্লির হিংসায় জ্বলেছে জওয়ানের বাড়ি, সহকর্মীর পাশে দাঁড়াল BSF ]

 

দমকলের এক আধিকারিক শৈলেন্দ্র বাবু, চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ রাখা থাকত ওই গোডাউনে। কী কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

[আরও পড়ুন: রাস্তায় ফেলে জাতীয় সংগীত গাওয়ানো হয়েছিল, দিল্লি পুলিশের মারে মৃত যুবক]

The post ১৫ ঘণ্টা পরেও নেভেনি চেন্নাইয়ের রাসায়নিক গোডাউনের আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement