সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) মেয়েদের একটি সরকারি হোমে এবার করোনার থাবা! প্রায় ৫৭ জনের শরীরে মিলল মারণ ভাইরাসের সন্ধান। ফলে শহরের মধ্যে এই প্রতিষ্ঠানটিকে সংক্রমণের নতুন স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের মনে।
দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সন্ধান। সংক্রমণের নিরিখে রোজই নতুন রেকর্ড গড়ছে দেশ। একদিনেই আক্রান্তের সংখ্যা ছাপাচ্ছে ১৪ হাজারের গণ্ডি। মহারাষ্ট্রের পরই আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে দ্বিতীয় স্থান দখল করেছে যোগী রাজ্য। উত্তরপ্রদেশের কানপুরে মেয়েদের সরকারি হোমে ৫৭ জনের শরীরে মেলে করোনা ভাইরাসের সন্ধান। তাদের প্রত্যেককে নিকটবর্তী COVID হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হোমের বাকি কর্মী ও মেয়েদের আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোমটিকে পুরো সিল করে চলছে স্যানিটাইজেশনের কাজ। তবে করোনা পরীক্ষার সময় আবাসিকের ২ টি মেয়ে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। তারপরই রবিবার হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয়দের মধ্যে। পরে কানপুরের জেলা শাসক ব্রহ্ম দেব তিওয়ারি জানান, “এই হোমের পাঁচজন মহিলা অন্তঃসত্ত্বা। করোনা পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। এই পাঁচ মহিলাকে গত বছর ডিসেম্বর মাসে হোমে নিয়ে আসা হয়।”
[আরও পড়ুন:কেন্দ্রের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে আবেদন জামাতের ৭ বিদেশি সদস্যের]
উত্তরপ্রদেশের মহিলা সুরক্ষা কমিশনের সদস্য পুনম কপুরের সংবাদ মাধ্যমকে বলেন, “হোমের প্রথম ২ মহিলার শরীরে করোনার সন্ধান মেলার পর তাদের হাসপাতালে দেখতে যান হোমের কর্মীরা। সেখান থেকেই সম্ভবত বাকি আবাসিকদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে।” বর্তমানে কানপুরে মোট ৪০০ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সন্ধান। নয়ডায় ৫৭৭ জনের শরীরে ছড়িয়েছে এই সংক্রমণ। যোগী রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৭ হাজার। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০৭ জন। ইতিমধ্যেই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখের গণ্ডি অতিক্রম করেছে।
[আরও পড়ুন:করোনা রোগীদের কষ্ট কমাতে মিউজিক থেরাপি, অভিনব উদ্যোগ মিজোরামের হাসপাতালে]
The post উত্তরপ্রদেশের সরকারি হোমে করোনার থাবা! একদিনে আক্রান্ত ৫৭ জন মহিলা appeared first on Sangbad Pratidin.