সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতপাতের রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে নতুন মুখে ভরসা রাখল হাই কমান্ড। সরিয়ে দেওয়া হল শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মতো হেভিওয়েট নেতাকে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী পদে মোহন যাদব (Mohan Yadav)। মঙ্গলবার ঘোষিত হল নতুন মুখ্যমন্ত্রীর নাম।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে গোবলয়ে ঝড় তুলেছে বিজেপি। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জিতে নিয়েছে তারা। যদিও তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দোলাচলে ছিল গেরুয়া শিবির। নির্বাচনে জেতার কার্যত দুই সপ্তাহ পরে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল হাই কমান্ড। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ৫৭ বছরের মোহন যাদবকে।
[আরও পড়ুন: ৩৭০ ধারায় সুপ্রিম রায় কেন গুরুত্বপূর্ণ? কী বদল আসতে পারে কাশ্মীরে?]
বিগত শিবরাজ মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মোহন। উজ্জ্বয়িনী দক্ষিণ কেন্দ্রের তিনবারের বিধায়ক তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শিবরাজকে নিয়ে দলের অন্দরেই আপত্তি ওঠায় পরিচ্ছন্ন ভাবমূর্তির মোহন যাদবকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। মাথায় রাখা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের কথাও। এদিন এইসঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন জগদীশ দেওরা এবং রাজেশ শুক্লা। বিধানসভার স্পিকার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।
[আরও পড়ুন: শবরীমালায় হুড়োহুড়ি, দর্শনে এসে মৃত্যু বালিকার]
উল্লেখ্য, শিবরাজকে সরিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় ছিলেন বিধানসভা ভোটে জয়ী দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, প্রহ্লাদ প্যাটেল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী। যদিও চমকে দিয়ে মোহন যাদবকে বেছে নিলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচির মেয়র এবং তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা। অবশ্যই হাই কমান্ডের সঙ্গে কথা বলেই।