shono
Advertisement
Delhi school

পড়াশোনায় লবডঙ্কা, পরীক্ষা পিছতে দিল্লির স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়াল দুই পড়ুয়া! হতবাক পুলিশ

সাতদিনের মধ্যে তিনবার বোমাতঙ্ক ছড়িয়েছিল দিল্লির প্রচুর স্কুলে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:22 PM Dec 22, 2024Updated: 12:22 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষার পড়া হয়নি। তাই পরীক্ষা পিছনোর সহজ উপায় হিসাবে স্কুলে হুমকি মেল পাঠিয়ে দিল দুই পড়ুয়া! এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল দিল্লি পুলিশ। গত সপ্তাহে সাতদিনের মধ্যে তিনবার বোমাতঙ্ক ছড়িয়েছিল দিল্লির প্রচুর স্কুলে। সেই ঘটনার তদন্ত করতে নেমেই এমন তথ্য পেয়েছে পুলিশ।

Advertisement

দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক আধিকারিক জানান, স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল দুই ভাইবোন। পুলিশ আধিকারিকের কথায়, দিল্লিতে বেশ কয়েকবার বোমাতঙ্ক ছড়িয়েছে এবং তার জেরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেই দেখেই স্কুলে ভুয়ো ইমেল পাঠানোর ফন্দি আঁটে দুই পড়ুয়া। কেবল নিজের স্কুল নয়, আরও দুটি বিদ্যালয়ে বোমা রাখা রয়েছে বলে ভুয়ো ইমেল পাঠিয়ে দেয় তারা। তবে দুই পড়ুয়াকে সেরকম কোনও শাস্তি দেওয়া হয়নি। তাদের বাবা-মাকে ডেকে সতর্ক করা হয়েছে। কাউন্সেলিং করানো হয়েছে ওই দুই পড়ুয়াকে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৬টা ১০ নাগাদ আর কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি শুরু হয়। জানা যায়, ব্যারি আল্লা নামে এক ব্যক্তির মেল আইডি থেকে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে দিল্লির স্কুলগুলোতে। হুমকি ইমেলে লেখা, ‘আল্লা দেখছেন তোমরা কীভাবে তাঁর শাস্তি এড়ানোর চেষ্টা করছ। কিন্তু কোনও মানুষ আল্লাকে এড়াতে পারে না।’

শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ায়। পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেম্ব্রিজ স্কুল-সহ ছটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিভাবকদের মেসেজ করা হয়, তাঁরা যেন ছেলেমেয়েদের স্কুলে না পাঠান। ভুয়ো ইমেল পাঠানো দুই পড়ুয়া কোন স্কুলের ছাত্র, সেটা অবশ্য পুলিশের তরফে জানানো হয়নি। তবে পড়ুয়াদের এমন আচরণে স্তম্ভিত শিক্ষকমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে বেশ কয়েকবার বোমাতঙ্ক ছড়িয়েছে এবং তার জেরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেই দেখেই স্কুলে ভুয়ো ইমেল পাঠানোর ফন্দি আঁটে দুই পড়ুয়া।
  • গত শনিবার সকাল ৬টা ১০ নাগাদ আর কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে।
  • ভুয়ো ইমেল পাঠানো দুই পড়ুয়া কোন স্কুলের ছাত্র, সেটা অবশ্য পুলিশের তরফে জানানো হয়নি।
Advertisement