shono
Advertisement

৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা

সবার অগোচরে চিনের সীমান্ত পেরিয়ে ধর্মগুরুকে ভারতে নিয়ে এসেছিলেন ইনিই৷ The post ৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 AM Apr 03, 2017Updated: 12:56 PM Dec 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল৷ ভারত-চিন সীমান্ত থেকে এক বছর তেইশের যুবককে নিরাপদে ভারতে নিয়ে আসতে হবে৷ অসম রাইফেলসের ২০ বছরের হাবিলদার তখন জানতেন না৷ কী করছেন? কেন করছেন? কাকেই বা এত নিরাপত্তা দিয়ে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা হচ্ছে? শুধু জানতেন দায়িত্ব পেয়েছেন৷ তা পূরণ করতেই হবে৷ তাই করেছিলেন৷ আর সেই দায়িত্ব পালন করেই সাক্ষী হয়েছিলেন বিরল ইতিহাসের৷ নরেন চন্দ্র দাস৷ চিনের হাত থেকে পালিয়ে ভারতে প্রবেশের সময় দলাই লামার তৎকালীন দেহরক্ষী৷

Advertisement

[নাবালক প্রেমিকের সঙ্গে বাড়িতেই সহবাস, গ্রেপ্তার ২১ বছরের যুবতী]

প্রায় ৫৮ বছর দেখা হল দু’জনের৷ সেনা থেকে অবসর নিয়েছেন নরেন৷ দলাই লামাও ভারতে দীর্ঘদিন ধরে রয়েছেন৷ এসেছেন গুয়াহাটির এক আলোচনাসভায় যোগ দিতে৷ চিনতে পারবেন কী? মনে একটু হলেও সন্দেহ ছিল৷ সব সন্দেহ এক পলকে মিটিয়ে দিলেন লামা৷ দেখা হতেই বুকে টেনে নিলেন ১৯৫৯ সালের সেই সঙ্গীকে৷ প্রায় মিনিট কয়েক তাঁকে আলিঙ্গনবদ্ধ রাখলেন ধর্মগুরু৷ আবেগে তাঁর চোখ দু’টোও যেন চিকচিক করে উঠল৷ অবসরপ্রাপ্ত অসম রাইফেলসের হাবিলদারের মুখেও কথা ছিল না৷

পরে আবেগাপ্লুত ধর্মগুরু বললেন, অসংখ্য ধন্যবাদ৷ অসম রাইফেলসের পুরনো সঙ্গীর দেখা করতে পেরে দারুণ লাগছে৷ সত্তর পেরনো দাসও ফিরে গেলেন সেই দিনগুলিতে যখন তিনি ও তাঁর সঙ্গীরা হাই প্রোফাইল অতিথিকে চিন থেকে নিরাপদে ভারতে নিয়ে এসেছিলেন৷ দাসের মুখের বলিরেখা দেখে রসিকতা করতেও ছাড়লেন না লামা৷ বলে উঠলেন, তোমায় দেখে মনে হচ্ছে আমারও বয়স হয়ে গিয়েছে৷ অনুষ্ঠান শেষেও একবার দাসকে কাছে ডাকেন লামা৷ শুভেচ্ছা বিনিময়ের পরই মঞ্চ ছাড়েন তিনি৷

[কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪]

The post ৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement