shono
Advertisement

ক্যানসার আক্রান্তদের চুল দান ধুলিয়ানের ৬ স্কুল শিক্ষিকার, গর্বিত পড়ুয়ারা

কেরলের এক মেডিক্যাল কলেজে চুল দান করলেন শিক্ষিকারা।
Posted: 03:27 PM Nov 23, 2022Updated: 03:27 PM Nov 23, 2022

শাহজাদ হোসেন, ফরাক্কা: নারীর সৌন্দর্য চুল। ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে একটি স্কুলের ৬ শিক্ষিকা নিজের চুল স্বেচ্ছায় দান করে নজির গড়লেন। ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দও ও সহকারী শিক্ষিকা প্রীতি ঘোষ, অর্পিতা রায়, অর্পিতা মন্ডল, মেহেবুবা হোসেন ও সুমনা পালের এমন পদক্ষেপের প্রশংসায় সবাই। কেরলের আমলানগর মেডিক্যাল কলেজ হাসপাতালে এফ আর জেসন মুন্দান মানি সি এম আই সংস্থাকে ছয় শিক্ষিকা, ক্যানসার আক্রান্ত রোগীদের কথা ভেবে স্বেচ্ছায় চুল দান করে।

Advertisement

[আরও পড়ুন: মহেশতলায় প্রৌঢ়াকে ধর্ষণ ও খুনের চেষ্টা! অভিযুক্ত যুবকের বাড়িতে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার]

স্কুলের বায়ো সায়েন্সের শিক্ষিকা প্রীতি ঘোষের মুখে প্রথম ক্যানসার আক্রান্ত রোগীদের চুল দানের কথা জানতে পারেন জয়শ্রী দেবী। যোগাযোগ করেন কেরলের আমলানগর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের সঙ্গে কথা বলে ১৮ ইঞ্চি চুল থেকে ১৬ ইঞ্চি চুল কেটে স্বেচ্ছায় দান করেন। নিজের এই সিদ্ধান্তে পরিবারের সদস্যদের পাশে পাওয়ায় খুশি জয়শ্রী দেবী। তিনি জানান, রক্তদান জীবন দান। এই ভাবনা থেকেই স্কুলের সহশিক্ষিকা প্রীতি ঘোষের অনুপ্রেরণায় ক্যানসার রোগীদের পাশে দাঁড়ান চুল দান করে। এ কাজে শামিল হয়ে তিনি গর্বিত। জয়শ্রীদেবীর এই সিদ্ধান্তকে দু’হাত তুলে আর্শীবাদ করেছেন বাবা বীরেন দত্ত ও মা চন্দনা দত্ত। ক্যানসার আক্রান্তদের জন্য দিদির দেখানো পথে হেঁটে বোন লক্ষীশ্রী দত্তও চুল দান করার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষিকাদের এই মহৎ চিন্তা ভাবনায় গর্বিত স্কুলের শিক্ষিকা থেকে ছাএীরা।

[আরও পড়ুন: মিশ্র মাধ্যমে অনবদ্য কারুকাজ, মৌলিক সৃজনে আন্তর্জাতিক স্তরে সোনাজয় বঙ্গকন্যার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার