স্টাফ রিপোর্টার: রহস্যজনকভাবে মারা গেল লিলুয়ার একটি ঝিলের প্রায় ৫-৬ টন মাছ৷ অভিযোগ, ঝিলের জলে বিষ ঢেলে মাছগুলিকে মেরে ফেলা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রেলের অধীন একটি ঝিল রয়েছে৷ টেন্ডার ডেকে ৯ জন সদস্যের একটি কো-অপারেটিভ সংস্থাকে ওই ঝিলে মাছ চাষের লিজ দেওয়া হয়েছিল৷ ওই কো-অপারেটিভ সংস্থাটির শীর্ষে রয়েছেন স্থানীয় বাসিন্দা সুদীপ্ত ভৌমিক৷ প্রতি পাঁচ বছর অন্তর টেন্ডার ডেকে লিজ দেওয়া হয়৷ শুক্রবার সকালে এলাকার মানুষ দেখতে পান প্রচুর মরা মাছ ঝিলের জলে ভেসে উঠেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কো-অপারেটিভ সংস্থার সদস্যরা৷
সুদীপ্তবাবুর অভিযোগ, স্থানীয় এক বাসিন্দা বুলবুল চৌধুরি এমন কাণ্ড ঘটিয়েছে৷ বিষ দিয়ে ইচ্ছাকৃতভাবে মাছগুলিকে মেরে ফেলা হয়েছে৷ কারণ হিসাবে তিনি জানান, প্রতিবার টেন্ডার ডাকার আগে লিজ পাওয়ার জন্য গণ্ডগোল বাধায় বুলবুল চৌধুরি৷ এর আগেও তার বিরুদ্ধে এভাবে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ রয়েছে৷ শীতের শুরুতে মাছগুলি বড় হয়৷ এই সময় মাছগুলিকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে সে৷ এদিনই বেলুড় থানায় বুলবুল চৌধুরির বিরুদ্ধে অভিযোগ জানান সুদীপ্তবাবু৷
The post ঝিলের জলে ভেসে উঠল ৬ টন মরা মাছ appeared first on Sangbad Pratidin.