সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিকে যখন মানুষ একের পর এক অমানবিকতার নজির গড়তে ব্যস্ত তখনই কিছু মানুষ নিঃশব্দে নিজের জীবনের শেষ দিন পর্যন্ত অন্য ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এমন নজিরই মনে হয় আম আদমির জীবনের প্রতি, সমাজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার ভিতকে শক্ত করছে একটু একটু করে।
মহারাষ্ট্রের শ্রীমতী সারুদকরও এই মানবিক সমাজ গড়ার অন্যতম কারিগর। শ্রীমতী সারুদকরের ব্রেন ডেথ হয়ে গেলে, তাঁর পরিবারের তরফ থেকে অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৫ বছরের শ্রীমতী সারুদকরের কিডনি, লিভার এবং চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। আর সেই জন্যই শ্রীমতী সারুদকরের দেহ থেকে এই অঙ্গগুলি বের করে নিয়ে যাওয়া হয়েছে পুণেতে। সেখানেই তাঁর লিভার একজন দরিদ্র কৃষককে দান করা হবে। শুধু কৃষককে নয়, আরও চারজন ব্যক্তিকে এই অঙ্গদানের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দিতে চলেছে মহারাষ্ট্রের এই পরিবার।