shono
Advertisement

গুজরাটে ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে মৃত বেড়ে ৬, রাজ্যজুড়ে তল্লাশিতে গ্রেপ্তার ৭

২,১৯৫টি কফ সিরাপের বোতল বাজেয়াপ্ত হয়েছে।
Posted: 02:28 PM Dec 02, 2023Updated: 02:29 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গত বৃহস্পতিবার ৬ জনের মৃত্যু হয়েছিল গুজরাটে (Gujarat)। ওই ঘটনায় মোদির-শাহর রাজ্যের ‘বিষাক্ত’ কফ সিরাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়। শনিবার ওই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কালমেঘশব-অসব অরিষ্টা নামের কফ সিরাপ বিক্রি হচ্ছিল দোকানে। প্রতি বোতলের দাম ছিল ১৩০ টাকা। বিলদোরা গ্রামের অন্তত ৫০জনকে বিক্রি করা হয়েছিল এই সিরাপ (Cough Syrup)। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও দুজন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

 

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]

পুলিশেরও দাবি, কফ সিরাপ খেয়ে বমি-সহ একাধিক অস্বস্তি দেখা গিয়েছিল অনেকের শরীরে। এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুও হয়েছে। দ্রুত তদন্ত শুরু করা হয়। গত কয়েক দিনে গোটা রাজ্যে তল্লাশি চালিয়ে সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সুরাট পুলিশ জনিয়েছে, ইতিমধ্যে ২,১৯৫টি বোতল ‘বিষাক্ত’ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

 

[আরও পড়ুন: শৈশবের রাজা-মন্ত্রী খেলাই অক্সিজেন জোগাত সুড়ঙ্গ বন্দি দশায়, বলছেন শ্রমিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement