shono
Advertisement

Breaking News

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা! ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Posted: 10:00 AM Aug 13, 2023Updated: 10:00 AM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। আহত ২। শনিবার সেরাজ্যের নতুন জেলা দিদওয়ানা-কুচামানে ঘটেছে এই দুর্ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, ভ্যানে সিকর থেকে নাগৌর যাচ্ছিল বিয়েবাড়ির নিমন্ত্রিতদের একটি দল। আচমকাই একটি দ্রুতগতিতে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগে ভ্যানটির। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। আহতদের দ্রুত বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। 

[আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! বাড়ছে আতঙ্ক]

উল্লেখ্য, শনিবারই কেদারনাথে এক ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ তীর্থযাত্রীর। জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টির জেরে তারসালি এলাকায় রাস্তায় ধস নামে। হাইওয়ের প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। আর সেই সময়ই সেখানে চাপা পড়ে যায় একটি গাড়ি। বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমে শুক্রবার সেই ধ্বংসস্তূপ থেকে গাড়িটিকে উদ্ধার করে। সেখানেই সন্ধান মেলে পাঁচটি দেহের।

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement