সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে রাজগড় দুর্গের দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল দুই শিশু-সহ ৭ জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খালকাপুরার দাটিয়ায়। টানা বৃষ্টির জেরে দুর্বল হয়ে যাওয়া ভেঙে পড়ে দেওয়ালটি। তার তলায় চাপা পড়েন একই পরিবারের ৯ জন। দুই জনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সরকার আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় টানা ৩৬ ঘণ্টা ধরে বৃষ্টি চলছে। তার জেরেই বহু পুরনো রাজগড় দুর্গের একটি দেওয়াল ভেঙে পড়ে। দাটিয়ার কালেক্টর সন্দীপ মাকিন বলেন, "১২ তারিখ ভোর চারটের দিকে ওই দুর্গের দেওয়াল ভেঙে পড়ে। ক্রমাগত বৃষ্টির জেরে পড়ে যায় সেটি। দেওয়ালটি অনেকটা জায়গাজুড়ে। তার তলায় চাপা পড়েন ৯ জন।"
[আরও পড়ুন: একটা ইটও পোঁতা হয়নি, অর্থের অভাবে অথৈ জলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ]
জানা গিয়েছে, প্রবল শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগায়। দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। একে একে উদ্ধার করা হয় বাকিদের।
তবে আরও তাড়াতাড়ি ঘটনাস্থলে যন্ত্রপাতি নিয়ে যাওয়া গেলে অনেককেই বাঁচানো যেত বলে দাবি স্থানীয়দের। প্রশাসন জানিয়েছে, এলাকাটি যথেষ্ঠ ঘিঞ্জি ও রাস্তা সর্কীণ হওয়ায় জেসিবি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশ করানো যায়নি।
কালেক্টর বলেন,"সাতজন ওই দেওয়ালের ধংসস্তূপে আটকে ছিলেন। উদ্ধাকারী দল পৌঁছালেও রাস্তা খুব সরু হওয়ায় প্রথমে জেসিবি ও পোক্লেইন এক্সকাভেটর মেশিন প্রবেশ করানো যায়নি।" এসডিআরএফ ও পুলিশ প্রথমে তিনটি দেহ উদ্ধার করে। পরে একে একে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে লেখেন, "রাজগড় দুর্গের পুরনো দেওয়াল চাপা পড়ে আমরা কয়েকজনকে হারিয়েছি। ঘটনাটি অন্ত্যত দুঃখজনক। আমরা শোকার্ত পরিবারের পাশে আছি। ঘটনার খবর পাওয়ার পরই এসডিআরএফের দল ঘটনাস্থলে যায়। রাস্তা খুব ঘিঞ্জি হওয়ায় মূল্যবান প্রাণ বাঁচানো যায়নি। মৃতদের আত্মার শান্তি কামনা করছি।" গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।