সোম রায়, নয়াদিল্লি: দেশজুড়ে ফের মোদি হাওয়া৷ আর সেই হাওয়ায় গা ভাসিয়ে সবাই মেতেছেন উদযাপনে৷ রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সমর্থকরা মেতেছেন সেলিব্রেশনে৷ দিল্লিতে বিজেপি সদর দপ্তরের সামনে দেখা গেল এক অন্যরকম ছবি৷
[আরও পড়ুন: দেশের রায় LIVE: বারাণসীতে জয়ী নরেন্দ্র মোদি, গান্ধীনগরে বাজিমাত অমিত শাহর]
সকাল থেকে টানটান উত্তেজনা ছিল দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ, বিজেপির সদর দপ্তরে৷ ফলাফল ভাল হবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন সকলেই৷ কিন্তু কতটা ভাল ফল হবে, সেটাই ছিল চিন্তার বিষয়৷ বেলা গড়াতেই অবশ্য সমস্ত টেনশন দূর হয়ে গেল৷ প্রথম কয়েক রাউন্ড গণনার শেষেই বোঝা গেল, এবারেও দেশবাসী ভরসা রেখেছেন বিগত সরকারের উপরেই৷ ফের ৫ বছরের জন্য ফিরছে মোদি সরকার৷ আর তারপরই শুরু হয়ে যায় উচ্ছ্বাস৷ তাতে শামিল হয়েছে এক খুদেও৷
বিজেপি সদর কার্যালয়ের সামনে দেখা মিলল বছর সাতেকের এক খুদের৷ পরণে সাদা পাঞ্জাবি, পাজামা, কালো মোদি জ্যাকেট, গেরুয়া উত্তরীয়, গালে সাদা চাপ দাড়ি, চোখে চশমা৷ পুরো নরেন্দ্র মোদির মতো সাজ৷ কে এ? এখানেই বা কেন? এগিয়ে গিয়ে কথা বলতেই জানা গেল সব৷ খুদে সদস্য আদতে গুজরাটের বাসিন্দা৷ ছোটবেলা থেকে নরেন্দ্র মোদির অনুরাগী৷ তিন বছর বয়স থেকে মোদির সঙ্গে পরিচয়৷ তখন থেকে তাঁর কাছে রীতিমত হিরো দেশের প্রধানমন্ত্রী৷ এখন বয়স বেড়েছে, মোদিকে আরও বেশি করে অনুসরণ করছে সে৷
[আরও পড়ুন: দেশজুড়ে গেরুয়া ঝড়, সাত হাজারি লাড্ডু কেক কেটে উদযাপনের ভাবনা]
আজ নরেন্দ্র মোদির জয়ের ইঙ্গিত পেতেই তার এমন সাজ৷ খুদে বলছে, মোদিকে সে এতটাই ফলো করে যে তাঁর প্রতিটি বক্তব্য, বাচনভঙ্গি সব তার নখদর্পণে৷ এমনকী এদিন সাংবাদিকদের সামনে ছোট্ট বিজেপি সদস্য মোদির একটি গোটা ভাষণই শুনিয়ে দিল সে৷ শুনিয়ে দিল ‘ভাইয়ো অউর বহেনো…’ থেকে মোদির গলায় বাজপেয়ীর শায়েরিও৷ আর খুদের এই উপস্থিতিই যেন বিজেপি সদর দপ্তরের সামনে কর্মী, সমর্থকদের উচ্ছ্বাসে এক নতুন উপাদান যোগ করল৷
দেখুন ভিডিও: