shono
Advertisement

রোজ স্নান করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই!

এমনকী চাকরি পাওয়ার পর অনেকেরই ৫ বছরের মধ্যে বিয়ে করার কোনওরকম ইচ্ছে নেই৷ কিন্তু, কেন? The post রোজ স্নান করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Sep 01, 2016Updated: 04:07 PM Sep 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই নাকি রোজ স্নান করেন না৷ এই তথ্যই উঠে এসেছে আইআইটি-বম্বের ছাত্রছাত্রীদের উপর হওয়া এক সাম্প্রতিক সমীক্ষায়৷ যাতে বলা হয়েছে, ১০ জন পড়ুয়াদের মধ্যে নাকি ৬ জনই এক-দুই দিন অন্তর স্নান করেন৷

Advertisement

এর কারণ হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের পড়ার চাপকেই দায়ী করা হচ্ছে৷ সমীক্ষার ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তির পাঠ নিতে দিনরাত এক করে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের৷ তাই সময়মতো নাওয়া-খাওয়ার সময় পান না তাঁরা৷

সমীক্ষা অনুযায়ী, হোস্টেল লাইফের হ্যাংওভার এতটাই থাকে যে, ভাল নম্বর পেয়ে স্নাতক হওয়ার জন্য ৪০ শতাংশ পড়ুয়াই বাড়িতে থাকার চাইতে হোস্টেলে সহপাঠিদের সঙ্গে থাকতে চান৷ আবার ২৭ শতাংশ এমন ছাত্রও রয়েছেন, যাঁরা বাড়ি ফিরে থাকতে চান৷ বাকি ১৯ শতাংশ একা থাকতে ভালবাসেন৷ আর এঁদের মধ্যে ৫২ শতাংশেরই বন্ধুদের সঙ্গে গোয়া কিংবা অন্যান্য জায়গায় বেড়াতে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে৷ এমনকী চাকরি পাওয়ার পর অনেকেরই ৫ বছরের মধ্যে বিয়ে করার কোনওরকম ইচ্ছে নেই৷

The post রোজ স্নান করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement