সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে করোনার (Cororna Virus) তৃতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে ফের চিন্তা বাড়াচ্ছে আমজনতার দায়িত্বজ্ঞানহীনতা। ফলস্বরূপ ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। সামান্য কমল মৃত্যু। বেড়েছে পজিটিভিটি রেটও। এর মধ্যে আশা জাগাচ্ছে রাজ্যের করোনায় সুস্থতার হার।
বৃহস্পতিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। যা বুধবারের তুলনায় বেশকিছুটা বেশি। বুধবার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৭০৮ জন। এদিন বেড়েছে রাজ্যের করোনা সংক্রমিতের হারও- ১.৭৩ শতাংশ। যা বুধবার ছিল ১.৬৬ শতাংশ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে যখন রাজ্যবাসী শঙ্কিত। সেই সময় সংক্রমণের হার বৃদ্ধি নিসন্দেহে চিন্তার বিষয়।
[আরও পড়ুন: Viral Video: নিজের বিয়ের আসরেই ঢুকতে নারাজ কনে, কারণ জানলে চমকে যাবেন!]
চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায় (Kolkata)। সংক্রমিতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৭)। তৃতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং (৬৫)। এদিন রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৫ হাজার ৫৩৪ জন।
তবে বুধবারের নিরিখে সামান্য কমল মৃত্যু। একদিনে করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে তিনজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বাকিরা কলকাতা, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, দার্জিলিংয়ের বাসিন্দা। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪০২ জন। রাজ্যে মৃত্যুর হার ১.১৯ শতাংশেই রয়েছে।
[আরও পড়ুন: পরমাণু বোমা তৈরির সামগ্রী পাচারের ছক! কলকাতা বিমানবন্দর থেকে CID’র জালে ২]
এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। একদিনে করোনামুক্ত হয়েছেন ৭২৬ জন। ফলে রাজ্যের মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ১৭ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশ। যা তৃতীয় ঢেউ আসার আগে রাজ্য প্রশাসনের কাছে শুভ সংকেত।