সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ইতিহাস গড়েছে ভারতের নারীশক্তি। ইউরোপের তিন মহাশক্তিধর দেশের মোট জনসংখ্যাকেও টপকে গিয়েছে মহিলা ভোটারদের সংখ্যা। পাশাপাশি মহিলাদের ভোটদানের নিরিখেও বিশ্বের বৃহত্তম দেশ হয়েছে ভারত। এই বিষয়ে ২০১৯ নির্বাচনকে পিছনে ফেলে দিয়েছে সদ্যসমাপ্ত ভোট। এই ঘটনা আশাপ্রদ হলেও গতবারের তুলনায় কিছুটা হলেও কম মহিলা এবার সংসদে যাচ্ছেন। ২০১৯ এর লোকসভা ভোটে জয়ী হয়ে সংসদের সম্মাননীয় আসনে বসেছিলেন ৭৮ জন মহিলা সাংসদ। এবার তা কমে হয়েছে ৭৪। তবে এই বিষয়ে এগিয়ে বাংলা। এ রাজ্য থেকেই সব থেকে বেশি ১১ জন মহিলা সংসদে যাচ্ছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৯৭ জন প্রার্থী ২০২৪ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব থেকে বেশি মহিলা প্রার্থী বিজেপির। ৬৯ জন। এর পরেই কংগ্রেসের ৪১ জন। লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ বিল পাস হওয়ার পর এটাই ছিল প্রথম নির্বাচন। যদিও বিল পাস হলেও আইন কার্যকর হয়নি এখনও পর্যন্ত। হয়তো সেই কারণেই শতাংশের হারে ভারতীয় সংসদে নারীশক্তির উপস্থিতি সাউথ আফ্রিকা (৪৬%), যুক্তরাষ্ট্র (৩৫%), আমেরিকার (২৯%) থেকে অনেক পিছিয়ে, মোটে ১৩.৬২ শতাংশ। ২০১৯ সালের ১৭তম লোকসভা নির্বাচনে যা ছিল সামান্য বেশি ১৪ শতাংশ।
[আরও পড়ুন: মন্ত্রিত্বের সংখ্যায় নমনীয় বিজেপি, কিন্তু সরকারের ‘রাশ’ ছাড়তে নারাজ মোদি-শাহরা]
তবে ধাপে ধাপে মহিলা সাংসদদের সংখ্যায় উন্নতি হচ্ছে দেশে। ১৫, ১৬ এবং ১৭তম সাধারণ নির্বাচনে মহিলা সাংসদ হন যথাক্রমে ৫২, ৬৪, ৭৮ জন। এবার সামান্য কমে ৭৪ জন। এঁদের মধ্যে বিজেপির মহিলা সাংসদ ৩০, কংগ্রেসের ১৪, তৃণমূলের ১১, সমজাবাদী পার্টির ৪, ডিএমকের ৩, জেডিইউ এবং এলজেপিআরের এক জন করে। যদিও রাজ্য ভিত্তিক হিসাবে বাংলাই এগিয়ে। মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা সংসদকে আলোকিত করবেন।