shono
Advertisement

খিদে পেলে খাওয়া যাবে না, সাড়া দেওয়া যাবে না প্রকৃতির ডাকেও! লোকো পাইলটদের জন্য 'অমানবিক' নির্দেশিকা

এই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন লোকো পাইলটেরা।
Published By: Paramita PaulPosted: 05:34 PM Apr 10, 2025Updated: 05:34 PM Apr 10, 2025

সুব্রত বিশ্বাস: অমানবিক সিদ্ধান্ত! ট্রেন চালানোর সময় খিদে পেলেও খাবার খাওয়া যাবে না। এমনকী, প্রকৃতির ডাক এলেও তাতে সাড়া দেওয়া চলবে না। কড়া নির্দেশ রেল কর্তৃপক্ষের। ইতিমধ্যে এই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন লোকো পাইলটেরা। তাঁদের দাবি, নয়া নির্দেশিকা কার্যকর হলে দুর্ঘটনা আরও বাড়বে। অসুস্থ হয়ে পড়বেন ট্রেন চালকেরা।

Advertisement

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল মাল্টি ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটির তরফে নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়েছে, ট্রেন চালানোর সময় খিদে পেলেও খেতে পারবেন না লোকো পাইলটরা। এমনকী, শৌচকর্মও সারতে পারবেন না। রিপোর্টে বলা হয়েছে, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের এমন 'অমানবিক' সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ট্রেনের কর্মীরা।

ইতিমধ্যে একাধিক ডিভিশনের বড়-বড় স্টেশনগুলির ক্রু লবিতে বিক্ষোভ শুরু করেছেন লোকা পাইলটরা। কাজে কোনও বিঘ্ন না ঘটিয়ে চলছে আন্দোলন। এ প্রসঙ্গে ইস্টার্ন রেলের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন, "অমানবিক কর্মপদ্ধতির কথা বলা হয়েছে। এভাবে চলতে পারে না। অভিসন্ধিমূলক সিদ্ধান্ত। এর ফলে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হবে। লোকো পাইলটেরাও অসুস্থ হয়ে পড়বেন।" ইতিমধ্যে আন্দোলন চলছে। এরপরও এই নির্দেশিকা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রেন চালানোর সময় খিদে পেলেও খাবার খাওয়া যাবে না।
  • প্রকৃতির ডাক এলেও তাতে সাড়া দেওয়া চলবে না।
  • ইতিমধ্যে এই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন লোকো পাইলটেরা।
Advertisement