shono
Advertisement

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র

বঞ্চিত নন অবসরপ্রাপ্তরাও। The post সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Mar 07, 2018Updated: 03:58 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম পে-কমিশনে দুই শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র। শুধু কেন্দ্রীয় সরকারের বেতনভোগীরাই নন, এই মহার্ঘ ভাতার সুবিধা পেতে চলেছেন পেনশনভোগীরাও। বেতন বৃদ্ধির ঘোষণায় যে আঠেরো মাসে বছর প্রক্রিয়া অব্যাহত রয়েছে তাতে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছিল। এই বর্ধিত মহার্ঘ ভাতার খবরে সেই হতাশায় প্রলেপ দেবে বলে মনে করছেন অনেকে।

Advertisement

[বাবার আর্তিতে সাড়া, শিশুকন্যার জটিল অস্ত্রোপচারের জন্য সাহায্য উঠল ২০ লক্ষ টাকা]

দুই শতাংশ মহার্ঘ ভাতা বাড়লেও বেতন বৃদ্ধি নিয়ে এখনও কোনও উচ্চবাচ্চ নেই। বিভিন্ন কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তেই আটকে আছে বর্ধিত বেতনের খবর। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে সম্ভবত বর্ধিত বেতন কার্যকরী হবে।এমনটাই মনে করা হচ্ছে। এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যতটাই হতাশ, ঠিক ততটাই খুশি আচমকা দুই শতাংশ মহার্ঘ ভাতা প্রাপ্তির খবরে।

[‘আমি গর্বিত হিন্দু, তাই ইদ উদযাপনের কারণ নেই’]

The post সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement