সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মহেশতলায় চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আটজন। বাকিদের খোঁজেো তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। আর কারা খুনের ঘটনায় জড়িত আছেন? তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে ওই খুনের ঘটনা জানাজানির পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। বছর বাইশের দেব দাস নামে এক যুবককে বুধবার গভীর রাতে পিটিয়ে মারা হয়।
ডায়মন্ডহারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মঙ্গলকোট, কাটোয়া এবং রেজিনগর থানা এলাকার বাসিন্দা। তারা পুলিশের জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছেন বলে খবর। কিন্তু কেন খুন করা হল ওই যুবককে? নিতান্তই চোর সন্দেহে কাউকে এভাবে দীর্ঘক্ষণ ধরে পিটিয়ে মারা যেতে পারে? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে? সেসব খতিয়ে দেখা হচ্ছে। গতকালই ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে এবং আইসি মহেশতলার নেতৃত্বে তিনটি দল গঠন করা হয়। তারপরে শুরু হয় ধরপাকড়। অভিযানে বিভিন্ন জায়গা থেকে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ। ধৃতদের এদিন আলিপুর আদালতে তোলা হয়। মহেশতলার এই অমানবিক ঘটনার পর থেকেই এলাকায় বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছেন। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার গভীর রাতে ওই নির্মীয়মান বাড়ি থেকে আর্তনাদ শুনেছিলেন। ভোরবেলা আবাসন থেকে মিস্ত্রিদের বেরতে দেখা যায়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে আর্তনাদ শোনা গেলেও কেন বাসিন্দারা বাইরে বেরোলেন না? সেই প্রশ্নও থাকছে।